সতর্ক হন পুরোনো গাড়ির কেনার আগে ,জেনে নেওয়া যাক বিষয় গুলো

নতুন গাড়ি কিনতে বেশ কিছু মূল্য খরচ করতে হয়,আবার সবার পক্ষে নতুন গাড়ি কিনে ওঠা সম্ভব হয়ে ওঠে না সে ক্ষেত্রে অনেক সস্তায় পুরনো গাড়ি পাওয়া যায়। একটু বুঝে ভালো অবস্থায় পুরনো গাড়ি কিনে নিলে গাড়ি কেনার জন্য অঢেল টাকা ব্যায় হয় না। তবে পুরনো গাড়ি কেনার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক বিষয় গুলি কি কি ?
প্রথমে বেছে নিন কি গাড়ি কিনবেন কট টাকার মধ্যে গাড়ি কিনবেন । এজন্য গাড়ি বিক্রেতার কাছ থেকে জেনে নিন ওই গাড়ি সম্পর্কে। যেমন গাড়িটি কত দিন চলেছে, কত সালের গাড়ি ,গাড়ির ইঞ্জিন এর অবস্থা কেমন ,কত মাইল দৌড়াচ্ছে, এখন কেমন মাইলেজ দিচ্ছে অর্থাৎ এক লিটারের কতটা পথ যাচ্ছে, ,গাড়ির কেন পার্স এর প্রব্লেম আছে কিনা।
দ্বিতীয়ত খেয়াল রাখবেন গাড়ি কেনার পর ওই গাড়ীর জ্বালানি খরচ যেন আপনাকে পথে না বসায় সেটা খেয়াল রাখবেন।
তৃতীয়ত, পুরনো গাড়ি পছন্দ করলেও, ওই নতুন এই গাড়িটির বর্তমান দাম কত ,আর সেই গাড়ির সাল হিসেবে সেই গাড়ির দাম কতো ছিল ,এই সব তথ্যটা নিয়ে রাখুন নিজের কাছে । কারণ যদি অনেকটা সস্তা না হয় তাহলে কেন পুরনো গাড়ি কিনবেন।
চতুর্থত, পুরনো গাড়ির শোরুম থেকে কেনার বদলে যদি সরাসরি ব্যবহারকারীর কাছ থেকে কেনা যায় তাহলে দাম আরও কিছুটা সস্তা হতে পারে আর আপনার কিচ্ছু মূল্য বেচে যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখবেন ।