নিউজটেক নিউজ

মাইক্রোসফট নয়, টিকটক কে কিনে নিলো কারা? জেনেনিন বিস্তারিত

চীনের তৈরী জনপ্রিয় ভিডিও শেয়ারিং এপ্লিকেশন টিকটক নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে এসে আর এক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটকে প্রত্যাখ্যান করে চুক্তি করলো ওরাকলের সাথে। একেবারে শেষ সময়ে এসে টিকটক মাইক্রোসফটকে প্রত্যাখ্যান করেছে টিকটক শুধু তাই নয় ওরাকলের সাথে ইতিমধ্যে চুক্তি সম্পাদন করেছে টিকটক।

আর নতুন এই চুক্তি অনুযায়ী টিকটক পুরোপুরি ভাবে বিক্রি হচ্ছে না। তাই এখন থেকে দুই কোম্পানির পার্টনারশিপে এই আমেরিকাতে ব্যবসা করবে এই দুটি কোম্পানি।

সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে টিকটকের মতো অ্যাপ তাঁর দেশে নিষিদ্ধ করা হবে। তবে মার্কিন কোনো কোম্পানি যদি তা কিনে নেয়, তাহলে নিষিদ্ধ নাও করা হতে পারে।

ট্রাম্পের করা ঘোষণার পরেই টিকটক কে কেনার জন্য অপারেশন শুরু করে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। আর সকলের অনুমান ছিল টিকটক কে হয়তো সেপ্টেম্বরের মধ্যে কিনেও ফেলবে মাইক্রোসফট। রবিবার নিলামের আয়োজনে অংশ নিয়েছিল মাইক্রোসফট। কিন্তু রবিবার রাতে মাইক্রোসফট থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের নিলাম বাতিল হয়ে গেছে।

আর তার কিছুক্ষন পর জানা যায় আর এক মার্কিন টেক জায়ান্ট ওরাকল ও অনেকগুলো সংস্থা মাইল একটি মঞ্চ তৈরী করে বাইটড্যান্সের স্কচ থেকে কিনে নিচ্ছে টিকটকের মার্কিন শেয়ার।

Back to top button