দেশনিউজ

মর্মান্তিক! বহুতল ভবনে ভয়াবহ আগুন, মৃত্যু বেড়ে ২৭, আহত ৪০ জনের বেশি

ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪০ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেলে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে অবস্থিত ভবনটিতে আগুন লাগে।

ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। উদ্ধার অভিযান চলছে। ভবনটির প্রত্যেকটি ফ্লোরে তল্লাশি চালানো হচ্ছে।

কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আগুনে মৃতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

মোদী এক টুইট বার্তায় লেখেন, প্রাণহানির এ ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শোক প্রকাশ করে এক টুইট বার্তায় লিখেছেন, দিল্লিতে আকস্মিক অগ্নিকাণ্ডে প্রাণহানির খবরে অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Back to top button