নিউজ

করোনা আক্রান্ত মা যতক্ষণ ছিলেন হাসপাতালে, জানালায় বসেছিল তার ছেলে

এই মুহূর্তে মারণ ভাইরাস করোনার তান্ডবে গোটা পৃথিবী দিশেহারা। মানুষ হারিয়ে ফেলছে তার কাছের মানুষকে। করোনা আক্রান্ত রোগীর সাথে দেখা করতে পারছে না তার নিজের লোকেরাও। মৃতদেহ গুলির সৎকার করা হচ্ছে বাড়ির লোক ছাড়াই। আর তারমধ্যেই ঘটে গেলো একটি হৃদয় বিদারক ঘটনা যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ICU তে করোনা আক্রান্ত মা যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষন হাসপাতালের জানালার পাশে বসেছিলেন তার ছেলে।

এর মধ্যে ঘটেছে একটি হৃদয়বিদারক ঘটনা। আইসিউ-তে করোনা আক্রান্ত মা যতক্ষণ বাঁচলেন, ততক্ষণ হাসপাতালের জানালার পাশে বসেছিল ছেলে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইনে যার একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। মায়ের সাথে শেষ দেখার অনুমতি ছিল না তাই না দেখেই মা কে বিদায় জানালো ছেলে।
ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের কয়েকতলা উপরে কাছের জানালার পাশে বসে এক দৃষ্টিতে ভেতরের দিকে তাকিয়ে আছে করোনা আক্রান্ত মা যে সেই সন্তান।

এরপর যখন সবাই জানতে চায় ৩০ বছরের ওই যুবকটি কেন হাসপাতালের জানালার ধারে বসে আছেন তখন খোঁজ নিয়ে জানা যায় এই হৃদয় বিদারক ঘটনাটি।

প্রশ্নের জবাবে যুবক জানান, তার অসহায় লাগতো। তাই হাসপাতালের জানালার পাশে বসে থাকতেন এবং মাকে দেখতেন।

Back to top button