কলকাতানিউজ

ইএম বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, তিন গাড়ির সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধ ও অটোচালক

ফের শহরের রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ইএম বাইপাসের ওপর অভিষিক্তা মোড়ের কাছে তিনটি গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক সত্তরোর্ধ্ব বৃদ্ধ এবং এক অটোচালক। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনোয়ার শাহ রোড কানেক্টারের কাছে একটি অ্যাপ ক্যাব উল্টোদিক থেকে এসে একটি অটোকে সজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি এরপর পাশ দিয়ে যাওয়া আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় অটো-সহ তিনটি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ব্যস্ত সময়ে রাস্তার মাঝে এই ভয়াবহ ঘটনা ঘটায় ওই এলাকায় বেশ কিছুক্ষণের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অ্যাপ ক্যাবটি ভুল পথে ঢুকে গিয়েছিল। পুলিশের অনুমান, ক্যাবের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দ্রুত গতিতে উল্টোদিক থেকে ছুটে আসায় অটোটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাপ ক্যাবটির। ওই অটোতে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ ছিলেন, যিনি হাসপাতাল থেকে চিকিৎসার পর বাড়ি ফিরছিলেন। এই দুর্ঘটনায় তিনি গুরুতর আঘাত পেয়েছেন। আহত অটোচালককেও চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এবং পথচলতি মানুষজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধারের কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর ধীরে ধীরে যানজট কমে।

পুলিশ অ্যাপ ক্যাবের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ প্রমাণিত হলে তার কঠোর শাস্তি হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার জেরে ফের শহরের রাস্তায় গাড়ির গতি এবং চালকদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে।

Back to top button