নিউজ

৫০কিমি অতিক্রম করে করতে হয় অনলাইন ক্লাস ,২০০ পড়ুয়া নিলো বড় পদক্ষেপ

কোরোনার জন্য বন্ধ দীর্ঘ দিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান গুলো। শুরু হয়েছে অনলাইনে ক্লাস,যার জন্য প্রয়োজন ইন্টারনেট পরিষেবা ,ওপর দিকে প্রাকৃতিক দুর্যোগ এর প্রভাব মহারাষ্ট্রের রত্নগিরি জেলার বেশ কিছু গ্রামে।

ফলে ভুগছে পড়ুয়ারা। 50 কিমি হেটে অতিক্রম করে যোগ দিতে হয় অনলাইন ক্লাসে।এই সব গ্রামের মোট 200 পড়ুয়া রোজ রোজ এই দীর্ঘ রাস্তা অতিক্রম করে যাওয়ার ফলে অধিকার রক্ষার জাতীয় কমিশনের কাছে দ্বারস্থ হয় ও তাদের গ্রামে ইন্টার নেট পরিষেবা পুনরায় শুরু করার জন্য আবেদন করে।

আবেদন এর ফল স্বরূপ কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুঙ্গ যত শীঘ্র সম্ভব গ্রামে ইন্টারনেট পরিষেবা চালু করার দায়িত্ব দিয়েছেন সংশ্লিষ্ট জেলা শাসককে। তিনি জানিয়েছেন গত একমাস ধরে এই সব গ্রামের ইন্টারনেট পরিষেবা গুলো বন্ধ হওয়ার প্রভাব পড়ছে পড়ুয়াদের অনলাইন এর ক্লাসের ওপর। তাই যত তাড়াতাড়ি সম্ভম ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা জরুরি।

Back to top button