নিউজবিনোদন

সোনিকা মৃত্যু মামলা: অভিনেতা বিক্রমের বিরুদ্ধে গঠন হলো অনিচ্ছাকৃত খুনের চার্জ

সনিকা সিং মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর আদালত সেই মৃত্যু মামলার চার্জ গঠন করলো। বিচরণ অনিচ্ছাকৃত খুনের অভিযোগেই চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টপাধ্যায়ের বিরুধ্যে এই চার্জ গঠন করেই পুজোর পর শুরু হবে বিচার প্রক্রিয়া।

সনিকার বন্ধুরা মামলার এই অগ্রগতি হওয়ার জন্য খুশি। সনিকার ঘনিষ্ঠ বন্ধু সাহেব ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন ‘‘এইটুকু পথ পেরোতেই তিন বছর চলে গেল। সামনে আরও কঠিন আইনি লড়াই। সোনিকা যাতে বিচার পায় তার জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব।”

প্রসঙ্গত উল্লেখনীয় যে ২০১৭ সালের ২৯ এপ্রিল গভীর রাতে একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সনিকা সিং চৌহানের আর ওই গাড়ির চালক ছিল টিভি সিরিয়ালের অভিনেতা বিক্রম চ্যাটার্জী। ঐদিন রাত্রে রাসবিহারী এভিনিউয়ে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে বিক্রমের গাড়ি।

সেই দুর্ঘটনায় মাথায় গুরুতর ভাবে আঘাত পান সনিকা। বিক্রম তাকে তখনি বাইপাসের ভ্যারে একটি হাসপাতালে নিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি সনিকা কে।

Back to top button