নিউজ

শাকিরার ওয়াক্কা ওয়াক্কা গান গেয়ে ভাইরাল আম বিক্রেতা, সকলে করছে প্রশংসা

পাকিস্তানের এক আম বিক্রেতা শাকিরার ওয়াক্কা ওয়াক্কা গানটি গেয়ে ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠেন।

ভিডিও ক্লিপটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হামজা চৌধুরী নামে এক ব্যক্তি। ওয়েবে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও ঘুরছে। যেখানে আমরা দেখতে পাই দেশ-বিদেশের অনেক মানুষের প্রতিভা।

সম্প্রতি একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন পাকিস্তানি আম বিক্রেতা শাকিরার হিট গান ওয়াক্কা ওয়াক্কা গাইছেন তার নিজস্ব স্টাইলে। পাকিস্তানে সন্ত্রাসী হামলার সময় ভিডিওটি তোলা হয়েছে বলে জানা গেছে।


ভাইরাল হওয়া এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হামজা চৌধুরী নামে এক ব্যক্তি। ক্লিপে ফল বিক্রেতাকে শাকিরার ওয়াক্কা ওয়াক্কা গাইতে শোনা যায়। তবে গানটি শাকিরার আসল সংস্করণ নয়।

আসলে আম বিক্রি করতেই এই গান গেয়েছেন তিনি। যা অনেক নেটিজেনের দৃষ্টি আকর্ষণ করেছে। সূত্র-কলকাতা 24*7

Back to top button