নিউজ

রাহুল পেলেন ২৯, কেজরীওয়াল ৯! INDIA জোটে ‘PM” পদে কত পেলেন মমতা? জেনেনিন সমীক্ষার রিপোর্ট

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিরোধী জোট ভারতের (I.N.D.I.A.) প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। বিরোধী দলগুলো একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

এই নিয়ে ABP নিউজের সি ভোটার সর্বভারতীয় সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় দেখা গেছে, I.N.D.I.A জোটে প্রধানমন্ত্রী পদের শীর্ষ তিন প্রতিদ্বন্দ্বী হলেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং নীতীশ কুমার।

সমীক্ষায় অংশগ্রহণকারী ২৯ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে I.N.D.I.A জোটে প্রধানমন্ত্রী পদের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নিয়েছেন। কেজরিওয়ালকে বেছে নিয়েছেন ৯ শতাংশ, নীতিশ কুমারকে ৬ শতাংশ, উদ্ধব ঠাকরেকে ৬ শতাংশ, অখিলেশ যাদবকে ৩ শতাংশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ৩ শতাংশ মানুষ।

অন্যদিকে, ৪০ শতাংশ মানুষ বলেছেন তাদের পছন্দের কেউ এই তালিকায় নেই। আর ৪ শতাংশ মানুষ জানিয়েছেন তারা জানেন না।

এই সমীক্ষার ফলাফল থেকে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী এখনও বিরোধী দলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা। তবে কেজরিওয়াল এবং নীতিশ কুমারও তাঁর সঙ্গে তাল মেলাতে পারেন।

বিরোধী জোটের সমন্বয়ক এবং প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করা হবে আগামী মাসের শেষে।

Back to top button