অফবিটনিউজ

বিশেষ: সমুদ্রজুড়ে ভাসছে প্লাস্টিকের বোতল,বৃহত্তম আবর্জনা-দ্বীপ ঘিরে তৈরী হচ্ছে নতুন বাস্তুতন্ত্র

মাইলের পর মাইল সমুদ্রজুড়ে ভাসছে মাছ ধরার জাল, প্লাস্টিকের বোতল, টায়ার, টুথব্রাশসহ অসংখ্য পরিত্যক্ত আবর্জনা। হ্যাঁ, কথা হচ্ছে বিশ্বের বৃহত্তম আবর্জনা দ্বীপ ‘গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ’-কে নিয়েই। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলটি ভয়াবহ দূষণের জন্য দায়ী, তাতে কোনো সন্দেহ নেই।

কিন্তু এই দূষক আবর্জনার স্তূপই বর্তমানে পরিণত হয়েছে আস্ত বাস্তুতন্ত্রে। সম্প্রতি একাধিক গবেষণাতে উঠে আসছে এমনই তথ্য।

একুশ শতকের সভ্য সমাজের মাথাব্যথার অন্যতম কারণ প্লাস্টিক। হাজার চেষ্টা করেও বন্ধ করা যাচ্ছে না এই মারণ জিনিসের ব্যবহার। মানবজাতির মধ্যে সচেতনতা বাড়ার বদলে বরং দিনদিন বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিকের ব্যবহার। আর সেটা এতটাই মাত্রা ছাড়া যে সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ‘গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ’।

গবেষণা বলছে, প্রতি বছর সবচেয়ে বেশি প্লাস্টিক জমা হয় বিশ্বের বিভিন্ন সমুদ্রে। নদীর জলের সঙ্গে ভেসে আসে এই সমস্ত প্লাস্টিক। আর সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্লাস্টিক জমা হয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জ এবং ক্যালিফোর্নিয়ার মাঝের বিস্তৃত অংশে। এই প্লাস্টিকের স্তূপের নামই বিজ্ঞানীরা দিয়েছেন ‘গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচ’।

বছর তিনেক আগের কথা। ২০১৯ সাল। প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তুলছে প্রায় গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচের মধ্যে দিয়ে প্রায় ৩০০ নটিক্যাল মাইল সাঁতার কাটেন ফরাসি সাঁতারু বেনোট লেকোমতে। সর্বপ্রথম তারই নজর কেড়েছিল একটি অভিনব বিষয়। না, এই পথের যাত্রী তিনি একা নন। তাকে যেন সর্বদাই ঘিরে রয়েছে প্রাণের অস্তিত্ব। এই দূষণ-সম্পৃক্ত অঞ্চলেই ঘুরে বেড়াচ্ছে অজস্র জেলিফিস, কচ্ছপ, মাছ আবার কখনো কখনো ছোটো সামুদ্রিক প্রাণীর দল।

লেকোমতে এই তথ্য প্রকাশ্যে আনার পরই গবেষণায় নেমেছিলেন একদল বিজ্ঞানী। এই বিশেষ অঞ্চলটির জলের নমুনা পরীক্ষা এবং বসবাসকারী সামুদ্রিক প্রাণীদের চিহ্নিত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। তবে প্রাথমিক সমীক্ষা চালিয়েই বেশ অবাক হয়েছিলেন তারা। ব্লু ড্রাগন থেকে শুরু করে নুডিব্রাঞ্চ, অর্তুগিজ ম্যান-ও-ওয়ারস, নিউস্টনসহ একাধিক বিরল সামুদ্রিক প্রাণীদের সন্ধান পান তারা। বিশেষত যে-সব প্রাণীদের সাধারণত গভীর সমুদ্রে ছাড়া দেখা মেলে না কোথাও, তারাই দিব্যি বাসা তৈরি করেছে এই আবর্জনা স্তূপের মধ্যে। এবং তাদের সংখ্যাও নেহাত কম নয়।

সাধারণত সমুদ্রস্রোতের প্রকারভেদ এবং পৃথিবীর ঘূর্ণনের ওপর ভিত্তি করে, পাঁচ ভাগে ভাগ করা হয় সামুদ্রিক বাস্তুতন্ত্রকে। প্রতিটি বহিন্ন ভিন্ন বাস্ততন্ত্রেই দেখা মেলে পৃথক পৃথক প্রাণীর। গ্রেট প্যাসিফিক গারবেজ প্যাচের বাস্ততন্ত্রে এই পাঁচটি গোত্রেরই প্রাণীদের দেখা মেলে। অর্থাত্‍ তা আক্ষরিক অর্থেই ফাইভ গিয়ার ইকোসিস্টেমে পরিণত হয়েছে।

পরিসংখ্যানসহ সংশ্লিষ্ট গবেষণাটি সম্প্রতি বায়োঅরক্সিভ পত্রিকায় প্রকাশিত হয়। যদিও বিশ্বজুড়ে এখনও পর্যন্ত তা নিয়ে সেভাবে আলোচনা হয়নি বলেই অভিমত গবেষকদের। প্রশান্ত মহাসাগরের এই আবর্জনা দ্বীপে বিপুল পরিমাণ বিরল প্রাণীদের অস্তিত্ব নিয়ে রীতিমতো চিন্তিত তারা। না, শুধু অস্বাস্থ্যকর পরিবেশে বাস্তুতন্ত্র গড়ে ওঠার জন্যই নয়। আসলে সংশ্লিষ্ট অঞ্চলে প্লাস্টিক অপসারণের জন্য মাঝেমধ্যেই অভিযানে নামেন পরিবেশকর্মী এবং সংরক্ষণবিদরা। তাদের এই প্রচেষ্টা হিতে বিপরীত হয়ে উঠতে পারে এই ‘সদ্যনির্মিত’ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে।

ওসান ক্লিনআপ ফাউন্ডেশনের ক্ষেত্রে এই অঞ্চলে সবমিলিয়ে ৭৯ টন প্লাস্টিক রয়েছে। সেইসঙ্গে অন্যান্য দূষকের উপস্থিতি সাবানের মতো শ্লেষ্মার চাদর তৈরি করে এই বিস্তীর্ণ অঞ্চলে। এই ভেলার উপস্থিতিই আসলে প্রাণের অস্তিত্বের কারণ হয়ে উঠেছে। শুধু বসবাসই নয়, ভাসমান এই ভেলায় রীতিমতো বংশবিস্তার করে চলেছে বহু ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণী। প্লাস্টিক অপসারণের প্রক্রিয়া যাদের অস্তিত্বকে ঠেলে দিতে পারে অবলুপ্তির দিকে। তবে উপায়? না, এখনও পর্যন্ত এই বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রেখে দূষণরোধের কোনো নির্দিষ্ট উপায়ের সন্ধান দিতে পারেননি গবেষকরা। তার জন্য প্রয়োজন আরো বিস্তারিত গবেষণার। কিন্তু বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানরা কি আদৌ নজর দেবেন এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে? থেকে যাচ্ছে সেই প্রশ্নই.

Back to top button