নিউজ

বলিউডের ভাইজানের রোষে এ বার কি তবে আমাল মালিক?

বেশ কিছুদিন আগে বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সালমান খান সম্পর্কে একটি নেতিবাচক মন্তব্য করে রোষে পরে গেছিলেন ভাইজানের। সম্প্রতি এমনটাই ঘটেছে বলিউডের আর এক সুরকার ও গায়ক আমাল মালিকের সাথে। এবার তাই টুইটারে চলছে সালমান খানের ফ্যানেদের সাথে আমাল মালিকের ফ্যানেদের জোর বিতর্ক।

সম্প্রতি ,আমাল মালিক বলেছিলেন যে তিনি শাহরুখ খানের ভক্ত। তার পর থেকেই সলমনের অনুরাগীরা বেজায় চটে গিয়ে আমালকে ট্রোল করা শুরু করে দেয় ।

বলিউডের এই গায়ক ও সুরকার সালমান খানের ‘জয় হো’ সিনেমার মাধ্যমে বলিউডে কাজের সুযোগ পায়। সালমানের ভক্তরা সেই প্রসঙ্গ তুলে আমলকে ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যা দেওয়া শুরু করে।

এরফলে চটে গিয়ে আমাল টুইট করেন, ‘‘আজ দুনিয়া কো দিখ গয়া হোয়াট ইজ় দ্য অওকাত অব দিস আনএডুকেটেড ভাইতারস।’’ ‘ভাইতারস’ বলতে সলমনের ভক্তদের বুঝিয়েছেন তিনি। এর পরে ট্রোলিং আরও বেড়ে যায়। আমাল নিজের অবস্থান স্পষ্ট করে ফের টুইট করেন, ‘‘আমি সলমন খানের বিরুদ্ধে নই। উনি আমাকে ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগ দিয়েছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু তা বলে ওঁর ভক্তরা যা খুশি বলে যাবে, আর আমি সহ্য করব, তা নয়।’’

এই বিতর্কের সঙ্গে শাহরুখের ভক্তরা ময়দানে নেমে পড়ে আমালের সমর্থনে, তাতে বিষয়টি আরও জটিল হয়।

Back to top button