‘প্রার্থীদের নয়, আমরা ভোটারদের নিয়ে চিন্তিত’,-পঞ্চায়েত মামলায় মন্তব্য করলেন প্রধান বিচারপতি
হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশন কোনও কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেনি। কমিশন এবং রাজ্যও অনুরোধ করেছে যে আদালতের সিদ্ধান্তটি পর্যালোচনা করা হোক। এই বক্তব্য শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। প্রয়োজনে সব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি টি.এস.এর চেম্বারে এই মামলার শুনানি চলছে।
শুনানির কিছু গুরুত্বপূর্ণ অংশ একনজরে:
কংগ্রেসের তরফে আইনজীবী কৌস্তুভ বাগচি বলেন, আদালত নির্দেশ দেওয়ার পরও জেলায় জেলায় সন্ত্রাসের ছবি। বিরোধী দলের একজনের মৃত্যুও হয়েছে।
বিজেপির পক্ষ থেকে আইনজীবী সৌম্য মজুমদার বলেন, আদালতের নির্দেশ কার্যকর করা হোক। রাজ্য নির্বাচন কমিশনকে এর আগে বিধাননগর পুরসভার জন্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছিল। যেখানে পুলিশ কম থাকবে সেখানেই কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা। আজও বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে।
নির্বাচন কমিশনের তরফে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, “আমরা এই আদালতের কথা শুনতে প্রস্তুত। আমরা উচ্চ আদালতে যাব নাকি শুধু সংশোধন চাইব, সেটা পরে জানাচ্ছি।”
কমিশনকে কড়া বার্তা দিয়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “আপনারা যদি মনে করেন আমাদের রায় মানবেন না, তাহলে আমরা চুপ করে থাকব না। কমিশন চুপ করে বসে থাকলে হবে না। আপনাদের হয়ত মনে হচ্ছে না যে ঘটনার তীব্রতা অনেক বেশি। আমরা প্রার্থীদের নিয়ে চিন্তিত নই। আমরা ভোটারদের নিয়ে চিন্তিত। কমিশন স্বাধীন সংস্থা বলে আমরা কোনও হস্তক্ষেপ করিনি।”