‘তুমি কি আমাকে বিয়ে করবে’-বিমানবন্দরের মাইকে হঠাৎ বেজে উঠলো প্রেমিকের প্রস্তাব
প্রিয়জনকে বিয়ের প্রস্তাব দিতে অদ্ভুত সব কাণ্ড ঘটে থাকে। কখনো বিলবোর্ডে লিখে, কখনো খেলার মাঠে হাঁটু গেড়ে ফুল দিয়ে আবার কখনো যুদ্ধের ট্যাংক সাজিয়েও প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গেছে। এবার বান্ধবীকে চমকে তেমনি এক কাণ্ড ঘটিয়েছেন প্রেমিক।
বিমানবন্দরে হঠাৎ মাইকে বেজে উঠল, তুমি কি আমাকে বিয়ে করবে? পরে জানা গেল, বান্ধবী চমকে দিতে এভাবে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যশরাজ ছাবড়া নামে এক ব্যক্তি ঠিক করেন, বিমানবন্দরেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেবেন। যেমন ভাবা তেমন কাজ। এই পরিকল্পনায় যশরাজের পাশে দাঁড়ায় বিমানবন্দর কর্মকর্তারা। আগে থেকেই নিজের মনের কথা রেকর্ড করে রাখেন যশরাজ। তারপর নির্দিষ্ট দিনে পরিবারের সকল সদস্যকে বিমানবন্দরে পৌঁছে যান। ওই দিনই মেলবোর্ন থেকে অকল্যান্ডে আসার কথা ছিল যশরাজের প্রেমিকা রিয়ার।
যথাসময়ে বিমানবন্দরে নেমে বোনের সঙ্গে বাড়ির পথে এগোচ্ছিলেন রিয়া। সেই সময়েই বিমানবন্দরের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বেজে ওঠে যশরাজের গলা। কর্মব্যস্ত বিমানবন্দরের মধ্যেই হাঁটু গেড়ে বসে বিয়ের কথা বলেন যশরাজ। সঙ্গী ছিলেন তার পরিবারও।
এমন অভিনব উপায়ে বিয়ের প্রস্তাব পেয়ে রিয়া বলেন, আমি একেবারে হতবাক। যশরাজের চোখের দিকে একেবারে হারিয়ে গিয়েছিলাম। প্রথমে মনে হয়েছিল, আমরা দু’জন ছাড়া আর কেউ নেই এখানে। পরে আমাদের পরিবারের সকলে এসে জড়িয়ে ধরতে ঘোর কাটল।
দীর্ঘ ৮ বছর ধরে সম্পর্ক ছিল রিয়া ও যশরাজের। এবার ভারতে এসে ধুমধাম করে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। বিয়ের প্রস্তাবে সাহায্য করার পর এই যুগলের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে অকল্যান্ড বিমানবন্দর।