নিউজ

‘কেন ইঁদুর-বাদুড়-কুকুর-বিড়াল খেতে হবে’ রেগে গিয়ে চীনাদের আক্রমণ করলেন শোয়েব

এইমুহূর্তে সারা বিশ্ব কাঁপছে কোরোনাভাইরাসের আতঙ্কে।বিশ্বের প্রায় ৬৫ টি দেশে এই ভাইরাস বিস্তার করেছে তার জাল।সারা পৃথিবীজুড়ে প্রায় ১৪০০০০ মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে।এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৫০০০ জন।আর এই ভাইরাসের উৎপত্তি হয়েছিল গত ডিসেম্বর মাসে চীনের উহান প্রদেশে।আর ছিনিয়ে উৎপত্তিস্থল হওয়ার কারণে পাকিস্তানের প্রাক্তন তারকা বলার শোয়েব আখতার রেগে গেলেন চীন তথা চীনের বাসিন্দাদের উপর।

শোয়েব আখতার এই প্রসঙ্গে একটি ভিডিও বার্তায় বলেন ‘ আমার রাগের আসল কারণ হলো পিএসএল।বহুদিন পর পাকিস্তান আবার ক্রিকেটে ফিরলো। আর এই প্রথমবার পাকিস্তানে হতে চলেছে পিএসএল তও আবার পরে গেলো করোনা আতঙ্কের ঝুঁকির মধ্যে।পাকিস্তান থেকে বিদেশী ক্রিকেটাররা ফায়ার যাচ্ছেন।লীগের বাকি ম্যাচ গুলো আয়োজিত হবে দর্শক শূন্য মাঠে।’

আর এরপরেই শোয়েব আখতার রেগে গিয়ে চীনাদের খাদ্যাভ্যাসের নিন্দা করে বলেন ‘আমি বুঝে উঠতে পারি না, কেন মানুষের বাদুড় খেতে হবে, তাদের রক্ত খেয়ে বিশ্বে ভাইরাস ছড়িয়ে দিতে হবে। আমি চীনাদের নিয়ে কথা বলছি।আমি সত্যি বুঝি না তাদের কেন ইঁদুর, বাদুড়, কুকুর, বিড়াল খেতে হবে। আমার বিষণ রাগ হচ্ছে।’

Back to top button