অসুস্থ ছেলে পেছনে বসে, হুইলচেয়ার না পেয়ে স্কুটারে চাপিয়ে হাসপাতালের চার তলায় উঠলেন বাবা
হাসপাতালে কখনো স্ট্রেচারের অভাব, তো কখনো শয্যার অভাব। এমন বিস্তর অভিযোগ বিভিন্ন হাসপাতালে প্রায়ই শোনা যায়। তেমনই একটি ঘটনা আবারো প্রকাশ্যে এলো। স্ট্রেচার বা শয্যা নয়, হুইলচেয়ার না পেয়ে ছেলেকে স্কুটারে করে সোজা হাসপাতালের চার তলায় উঠে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি রাজস্থানের কোটার একটি হাসপাতালের।
ওই ব্যক্তির দাবি, পুত্রের পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য তাকে কোটার একটি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালে পৌঁছে তিনি স্ট্রেচারের খোঁজ করেন। কিন্তু হাতের সামনে কোনো স্ট্রেচার ছিল না তখন। পুত্র যন্ত্রণায় ছটফট করছিল। তাই তাকে দ্রুত চিকিৎসকের কাছে কীভাবে নিয়ে যাওয়া যায়, তা ভেবেই দিশাহারা হয়ে পড়েছিলেন।
ওই ব্যক্তির আরো দাবি, স্ট্রেচার না পেয়ে হুইলচেয়ারের খোঁজ করেন। তবে একটিও হুইলচেয়ার পাননি। হাসপাতালে চার তলায় অস্থিচিকিৎসা বিভাগ থাকায় আরো সমস্যায় পড়েন ওই ব্যক্তি। আর কোনো উপায় না দেখে একটি স্কুটারের ব্যবস্থা করেন তিনি। আর সেই স্কুটারে পুত্রকে চাপিয়ে লিফ্টে করে চার তলায় পৌঁছন। পুত্রের পায়ে প্লাস্টার করিয়ে আবার একই ভাবে হাসপাতালে নীচে নেমে আসেন। এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকে ওই ব্যক্তির কাজকে সমর্থন করেছেন। এমনকি পুলিশকে এ বিষয়ে হাসপাতালের তরফে অভিযোগ জানানো হয়েছে। তবে ওই ব্যক্তির পাশেই দাঁড়িয়েছে পুলিশ।
এক পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে, যদি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকে, তা হলে কি ভগবানের উপর ভরসা করতে হবে? হাসপাতালে কোনো হুইলচেয়ার না পেয়ে এক অসহায় বাবা ছেলেকে স্কুটারে চাপিয়ে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে কোনো অপরাধ করেননি। হাসপাতালে স্ট্রেচার এবং হুইলচেয়ারের অভাবের কথা স্বীকার করে নিয়েছেন কর্তৃপক্ষ। তবে তাদের দাবি, ওই ব্যক্তিকে স্কুটার নিয়ে হাসপাতালে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। যদিও ওই ব্যক্তি পাল্টা দাবি করেছেন যে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই স্কুটার নিয়ে ঢুকেছিলেন।