লাইফস্টাইল

Back Pain: কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে যা করবেন, জেনেনিন কিছু সহজ উপায় মুক্তি পাওয়ার

আজকাল অনেকেই কোমর ব্যথায় ভুগেন। যদিও এটি খুব সাধারণ সমস্যা। তবে অবহেলার নয়। এই ব্যথা বেশ যন্ত্রণাদায়ক। অনেকেই এই ব্যথা থেকে মুক্তি পেতে ওষুধ খেয়ে থাকেন।
ওষুধ ছাড়াও কিছু নিয়ম আছে, যেগুলো মানলেই কোমর ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন। সেজন্য আপনাকে সচেতন হতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে যা করবেন-

>> যারা কোমরের ব্যথায় ভুগছেন তারা নিয়মিত ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করুন। এতে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

>> জুতা পরার ক্ষেত্রে নিচু জুতা বাছাই করুন। উঁচু জুতা না পরে সবসময় নিচু জুতা পরার চেষ্টা করুন। এতে কোমর ব্যথা থেকে দূরে থাকবেন।

>> অনেকসময় ওজনের জন্যও কোমরের ব্যথা হয়। সেজন্য শরীরের ওজন নিয়ন্ত্রণ করুন। প্রতিদিন শরীরচর্চা করলে কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে না। তাই নিয়মিত শরীরচর্চা করুন।

>> কোমরের ব্যথা কমাতে কুসুম গরম পানি ঢালতে পারেন অথবা ঠাণ্ডা আইসপ্যাক লাগাতে পারেন। এতে করে সহজেই কোমর ব্যথা থেকেএ মুক্তি পাবেন।

>> সবসময় চেষ্টা করবেন শক্ত বিছানায় ঘুমাতে। ফোম কিংবা নরম তোশকে ঘুমাবেন না। নরম তোষক কিংবা ফোমে ঘুমালে খুব সহজেই কোমড় ব্যথা অনুভব হয়। তাই যথাসম্ভব শক্ত বিছানায় ঘুমানো উচিত, এতে কোমর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়।

>> কিছু পড়ে গেলে কিংবা প্রয়োজনীয় কিছু নিচ থেকে তোলার জন্য প্রায়সময়ই আমরা উপুড় হয়ে তোলার চেষ্টা করে থাকি, আর এতেই বাঁধে বিপত্তি! এতে করে কোমরে ব্যথা অনুভব হয়। তাই নিচ থেকে কোনো জিনিস তোলার সময় উপুড় হয়ে না তুলে বরং সোজা হয়ে বসে তুলুন।

>> সিড়ি দিয়ে উঠানামা করার সময় যথাসম্ভব চেষ্টা করবেন মেরুদণ্ড সোজা রেখে আস্তে-ধীরে চলতে। তাড়াতাড়ি করলে কোমড়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এ বিষয়ে নজর দিন এবং কোমড় ব্যথা থেকে মুক্তি পান।

>> অফিসের কাজে কিংবা বাসার কোনো গুরুত্বপূর্ণ কাজে আমরা একটানা কাজ করেই যাই কিন্তু এতে করে কোমরের ব্যথা বেড়ে যায়। অফিসে বা বাসায় যত গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন একটানা না করে ধীরে ধীরে করুন। একটানা চেয়ার বা টেবিলে বেশিক্ষণ কাজ না করে, সামান্য বিশ্রাম নিয়ে বা দু’এক মিনিট হেঁটে আবার কাজ করুন। এতে আপনার কোমড়ের ব্যথা সেড়ে যাবে।

Back to top button