যেসব লক্ষণে বুঝবেন সঙ্গীর ভালোবাসা আগের চেয়ে কমে গিয়েছে
প্রেম মানেই সময় মতো দেখা করা, লুকিয়ে পার্কে যাওয়া, একে অপরকে বিশ্বাস করা। কিন্তু এভাবে চলতে চলতে হঠাৎ ধরুন আপনার প্রতি আপনার সঙ্গী ভালোবাসা একটু কমে গিয়েছে আগের মতো নেই। তখন কি করবেন? বা কিভাবেই বা বুঝবেন আপনার সঙ্গীর ভালোবাসা কমে গিয়েছে? যদি এরকমটা মনে হয়ে থাকে তাহলে আপনার সঙ্গীর বেশ কিছু বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন-
১-বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো
আপনার সঙ্গী আগে বেশিরভাগ সময় আপনার সঙ্গে থাকতেন। কিন্তু হঠাৎ যদি সে তার বন্ধুর সঙ্গে বেশি সময় কাটায় এবং আপনার সঙ্গে দেখা করেই চলে যায়। তাহলে তার জীবন থেকে বেরিয়ে আসুন। কারণ, পরবর্তী জীবন সুখের নাও হতে পারে।
২-গভীরভাবে হাত ধরে না
দুজনে একা থাকলে একটু গভীর ভাবে হাত ধরাই হলো ভালোবাসার লক্ষণ। কিন্তু সেটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়। তাহেল এই লক্ষণ দীর্ঘস্থায়ী সম্পর্কের লক্ষণ নয়।
৩-চোখে চোখ রাখে না
চোখের দিকে তাকিয়ে কথা বলার জন্য সম্পর্কটি যথেষ্ট মজবুত হতে হয়। অনেক সময় সঙ্গী যখন সত্যতা এড়িয়ে যেতে চায়, তিনি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে আগ্রহী হবেন না। আপনি তার দিকে তাকিয়ে থাকলে সে অস্বস্তির বহিঃপ্রকাশ ঘটাতে পারে।