লাইফস্টাইল

ভাদ্র মাসের প্রতি বৃহস্পতিবার করুন শিবলিঙ্গের এই ঘরোয়া টোটকা, পরিবারের অর্থনৈতিক সংকট দূর হবে

বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকে অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। অর্থনৈতিক সমস্যা মানুষকে নানান রকম পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। শারীরিক, মানসিক সমস্যার পাশাপাশি অর্থনৈতিক সমস্যা মানুষের সুখ কেড়ে নিয়েছে। কিন্তু খুব সহজ একটা সাধারন টোটকা দিয়ে আপনি আপনার অর্থনৈতিক সমস্যাকে একেবারে দূর করে ফেলতে পারেন চিরতরের জন্য।

ভাদ্র মাসের বৃহস্পতিবার শিবলিঙ্গের সঙ্গে করুন সহজ এই টোটকা। টোটকাটি যদি আপনি টানা ২১ দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং একুশটি বৃহস্পতিবার যদি এটাকরতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক সমস্যা সহজেই দূর হয়ে যাবে। তবে অনেকেই হয়তো এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেবেন যারা উড়িয়ে দিতে চান তারা কোনমতেই লেখাটি পড়বেন না কারণ মনে বিশ্বাস আর পরিশ্রম না করলে কিন্তু আপনি কিছুতেই কাজে সফল হবেন না।

এর জন্য আপনাকে ভাদ্রমাসের বৃহস্পতিবার কোন শিব মন্দিরে যেতে হবে, তাতে যদি কোন অসুবিধা থাকে তাহলে আপনার বাড়ির শিবলিঙ্গের সঙ্গে করতে পারেন এই সহজ টোটকা। এই শিব লিঙ্গের মাথায় কাঁচা দুধ ঢালতে হবে কাঁচা দুধ ঢালার সময় কাঁচা দুধের মধ্যে আপনার রিং ফিঙ্গার এর মাধ্যমে এক আঙ্গুল হলুদ গুঁড়ো দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। বেশ কয়েকদিন করার পরে আপনি হাতেনাতে ফল পাবেন। এরপর মনে মনে বলতে হবে –
‘ওম শিবায় নমো’

Back to top button