লাইফস্টাইল

রুম হিটার ছাড়াই রুম গরম রাখার সহজ উপায়, জেনেনিন অবশ্যই

তীব্র শৈত্য প্রবাহে কাঁছে সারা বাংলা। ঠান্ডার কারণে সবাইকে কমবেশি কষ্ট ভোগ করতে হয়ে। এই ঠান্ডার সমস্যা হতে দ্রুত সমাধান করার উপায় রয়েছে আপনার হাতের নাগালে। আপনি তো শীত কমানোর জন্য রুম হিটার, শীতের গরম কাপড় পড়েন। আপনি জানেন যে শীতে ঘরে ফ্যান চালালেও ঠাণ্ডা অনেকটা কমে। শীতে ফ্যান চালালে যে ঘরের ঠাণ্ডা কমে সেটা আমাদের কথা নয়; সেটা বিজ্ঞানীদের কথা। তারা জানান যে. গরম বায়ু সবসময় হালকা হয়, তাই ঘরের সিংলিং এর কাছে তুলনামূলকভাবে গরম হয়।

তাই ঘরে সিলিং ফ্যান চললে গরম বায়ু নিচে নেমে আসে। যা ঘরকে একটু হলেও ঠণ্ডা হতে রক্ষা করে। তাই বিজ্ঞানীরা মাঝে মাঝে শীতেও ঘরে ফ্যান চালানার পরামর্শ দিয়েছেন। তবে এই বিষয়টি ভূয়া বলে উড়িয়ে দিবেন না। বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে গবেষণার মাধ্যমে এই পদ্ধতিটি আবিস্কার করেছেন।

যদিও প্রথমে ফ্যানের বাতাসে ঠাণ্ডা হাওয়া অনুভূত হবে তথাপি ফ্যান বন্ধ করলে আপনি নিজেই এর পার্থক্যটা অনুভব করতে পারবেন। তবে ফ্যান আবার দীর্ঘ সময় ধরে চালানো যাবে না। ফ্যান চালিয়ে ৩০ মিনিট ধরে রেখে ফ্যান বন্ধ করে দিনে।

যদিও প্রথমে ফ্যানের বাতাসে ঠাণ্ডা হাওয়া অনুভূত হবে তথাপি ফ্যান বন্ধ করলে আপনি নিজেই এর পার্থক্যটা অনুভব করতে পারবেন। তবে ফ্যান আবার দীর্ঘ সময় ধরে চালানো যাবে না। ফ্যান চালিয়ে ৩০ মিনিট ধরে রেখে ফ্যান বন্ধ করে দিনে।

Back to top button