লাইফস্টাইল

Recipe: ভাতের সঙ্গে মেখে খান নিরামিষ তিল পোস্ত পাতুরি, শিখেনিন বানানোর সহজ রেসিপি

তিল ও পোস্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তবে বর্তমানে পোস্তকে তাকে মোটামুটি আলমারিতে তুলে রাখার অবস্থা হয়েছে। তাই পোস্ত সামান্য নিয়ে তার সঙ্গে তিল মিশিয়ে অসাধারণ স্বাদের নিরামিষ পাতুরি বানাতে পারেন। পাতুরি মানেই তো আমরা ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি, চিংড়ি পাতুরি কিন্তু নিরামিষ দিনে অথবা যারা আদ্যোপান্ত নিরামিষ ভোজন করেন, তাদের মুখের স্বাদ বদলাতে অবশ্যই নিরামিষ দিনে তিল পোস্ত পাতুরি বানিয়ে দেখতে পারেন।

উপকরণ -»

পোস্ত বাটা ৫ টেবিল চামচ

তিল বাটা ১০ টেবিল চামচ

চিনা বাদাম বাটা ৫ টেবিল চামচ

কুচানো ধনেপাতা ১ কাপ

কুচিয়ে রাখা কাঁচালঙ্কা স্বাদমতো

নুন মিষ্টি স্বাদ মত

হলুদ গুঁড়ো ১ চা চামচ

প্রয়োজন মতন কলাপাতা

সরষের তেল এক কাপ

প্রণালী -»

একটি বড় পাত্রের মধ্যে পোস্ত বাটা, তিল বাটা, চিনা বাদাম বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন মিষ্টি স্বাদ মত, হলুদ গুঁড়ো এবং প্রয়োজনমতো সরষের তেল দিয়ে ভালো করে মাখতে হবে। কলাপাতা গুলিকে চৌকো চৌকো করে কেটে নিয়ে এর মাঝখানে মিশ্রণটি দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে এপিট ওপিট করে সময় ধরে ভেজে নিলেই একেবারে তৈরি হয়ে যাবে নিরামিষ তিল পোস্ত পাতুরি।

Back to top button