Recipe: পাকা আমের নতুন স্বাদ পেতে আমের পায়েস তৈরি করুন সহজেই, শিখেনিন পদ্ধতি
পাকা আম দিয়ে মিষ্টি তৈরি করে প্রায় সবাই। আপনি যদি চান, আপনি পায়েস তৈরি করতে পাকা আম ব্যবহার করতে পারেন। খেলে মুখে স্বাদ লেগেই থাকে। জেনে নিন সহজ রেসিপি-
উপকরণ
১. পোলাও চাল পৌনে ১ কাপ
২. দুধ ১ লিটার
৩. আম ২টি ব্লেন্ড করা
৪. চিনি স্বাদমতো
৫. লবণ স্বাদমতো
৬. বাদাম ২ টেবিল চামচ ও
৭. কিসমিস ২ টেবিল চামচ।
পদ্ধতি
প্রথমে দুধ সিদ্ধ করে ঘন করে নিতে হবে। এবার এই ঘন দুধে চাল দিয়ে নাড়ুন। চাল সিদ্ধ হয়ে গেলে চিনি ও লবণ দিন। চিনি থেকে বেরিয়ে আসা জল শুকিয়ে একটু ঘন হয়ে এলে কিশমিশ ও বাদাম দিন। চাল তৈরি হয়ে গেলে আম যোগ করুন এবং রান্না হয়ে গেলে বের করে নিন। পায়েস তৈরির সময় পাকা ও মিষ্টি আম ব্যবহার করতে হবে। আম টক হলে দুধ দই হয়ে যাবে। এরপর সার্ভিং ডিশে পায়েস ঢেলে উপরে বাদাম ও কিসমিস দিয়ে সাজিয়ে দিন। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন আমের পায়েস।
লেখা ও ছবি: ঝুমুর’স কিচেন