লাইফস্টাইল

বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায় কেন, জেনেনিন সেই গোপন কারণ গুলো

অধিকাংশ নারীকেই দেখা যায় বিয়ের পর মোটা হয়ে যায়। কিন্তু এই মোটা হয়ে যাওয়ার কারণ কি। জানা যায়, এর জন্য দুইটি হরমোন দায়ী। শারীরিক সম্পর্কের কারণে মেয়েলি হরমোন দুইটি বাড়ে। এই হরমোন দুটি খাদ্য থেকে চর্বি শোষণ হওয়ার পর দেহের মধ্যে জমাট বাঁধতে শুরু করে। আর ঠিক এই কারণেই বিয়ের পর একজন নারী খুব সহজে মোটা হয়ে যায়। তবে এর বেশ কিছু কারণও রয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক-

১-গর্ভধারণের জন্য প্রায় অধিকাংশ নারী ১০-১৫কেজি ওজন বাড়ান। যাতে গর্ভধারণের সময় কোনো অসুবিধে না হয়।

২-বিয়ের পর অনেক নারী আছেন যারা শুশুর বাড়ির লোকজনের মন জয় করতে নানারকম রেসিপি রান্না করে থাকেন।যার ফলে ওজন বেড়ে যায়।

৩-নতুন বিয়ে হলে দেখা যায় আত্মীয়স্বজনেরা নতুন বউকে নিমন্ত্রণ করে খাওয়ান।আর সেই খাবারে তেল মশলা বেশি থাকে যার ফলে নারীরা মোটা হয়ে যান।

৪-বিয়ের পর আবার অনেক নারী আছেন যারা শুধু খাবার খায় আর ঘুমায়। শরীরের দিকে খেয়াল করেন না। যার ফলে মোটা হয়ে যান।

৫-আবার অনেক সময় দেখা যায়, অধিকাংশ মেয়েই বিয়ের আগে আকর্ষণীয় ফিগার বানাতে নানারকম ডায়েট করে থাকেন।খাবার খান বুঝে শুনে। কিন্তু বিয়ের পর এই অভ্যেস আর ঠিকঠাক ভাবে পালন করতে না পারে মেয়েরা মোটা হয়ে যায়।

৬-জন্মনিয়ন্ত্রক পদ্ধতি গ্রহণ যেমন পিল বা ইনজেকশন এসব গ্রহণের কারণেও অধিকাংশ নারী মোটা হয়ে যান।

Back to top button