লাইফস্টাইল

সহজেই দূর করুন শিশুর মাথার উকুন! বিস্তারিত জেনেনিন

যতই সাবধান থাকা হোক না কেন, শিশুদের মাথায় উকুন থাকবেই। আর তা হয়তো তার খেলার সঙ্গী বা অন্য কোনো ভাবেই হয়ে থাকে। বেশিরভাগ শিশুর মাথাতেই উকুনের আক্রমণ হয় যা মাথার তালুতে চুলকানির সৃষ্টি করে। যদিও উকুন তেমন কোনো মারাত্মক অসুস্থতার সৃষ্টি করেনা। তবে স্বাস্থ্যগত পরিচ্ছন্নতার জন্য এদের প্রতিরোধ করা প্রয়োজন। এই পরজীবীগুলো রক্ত শোষণ করে। তাই এইগুলো প্রতিকার না করলে অস্বস্তিতে পড়তে হয়। এর থেকে রক্ষা পেতে সাহায্য করবে ফিটকিরি। চলুন তবে জেনে নেয়া যাক সহজেই এর থেকে মুক্তির উপায়-

জলে ৩ চামচ ফিটকিরির গুঁড়ো মিশিয়ে তার মধ্যে আধা কাপ টি ট্রি অয়েল মেশান। এবার ১০ মিনিট মিশ্রণটি মাথার ত্বকে ম্যাসাজ করুন। এরপর শ্যাম্পু করে নিন। এতে খুব দ্রুত ফল পেয়ে যাবেন।

Back to top button