লাইফস্টাইল

ব্যবহৃত চা পাতা ফেলবেন না! এর গুণাগুণ জানলে চমকে যাবেন

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে যেন দিনটাই ভালো যায় না। সকাল থেকে সন্ধ্যা, দিনে অন্তত বার তিনেক চা বানানোই হয়। চা খাওয়ার শেষে ব্যবহৃত চা পাতার স্থান হয় সিংক বা ময়লার ঝুড়িতে। কারণ সেদ্ধ চা পাতার গুণ সম্পর্কে খুব একটা ধারণা অধিকাংশের নেই। অথচ চা পাতার এমন কিছু ব্যবহার রয়েছে, যা জানলে চা পাতা ফেলে দেয়ার আগে দু’বার ভাববেন!

অ্যান্টিসেপটিক হিসেবে
সেদ্ধ চা পাতায় রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান। হাত-পা কেটে গেলে ক্ষত সারানোর জন্য অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করতে পারেন চায়ের সেদ্ধ পাতা ব্যবহার করুন, কারণ এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট। চায়ের পাতাগুলি একটু ভাল করে সিদ্ধ করে নিন। তার পর কেটে যাওয়া জায়গায় লাগান। ক্ষত সারবে দ্রুত।

কন্ডিশনার হিসেবে
শ্যাম্পু করার পর ঠিকমতো কন্ডিশনিং না করলে চুল নিষ্প্রাণ দেখায়। হাতের কাছে দোকান থেকে কেনা কন্ডিশনার না মেখে প্রাকৃতিক কন্ডিশনার দিয়েও চুলের যত্ন নিতে পারেন। এই রকমই একটি প্রাকৃতিক কন্ডিশনার হল চা পাতা। ফোটানো চায়ের পাতা সেদ্ধ করে নিন। শ্যাম্পু করার পর সেই জল দিয়ে ধুয়ে নিলে চুল মোলায়েম হয়ে উঠবে।

গাছের সার
বাগানের শখ থাকলে ব্যবহৃত চা পাতা ভুলেও ফেলে দেবেন না। চায়ের সেদ্ধ পাতা গাছের জন্য ভীষণ ভালো সার, বিশেষ করে গোলাপ গাছের জন্য এর চেয়ে উপকারী উপাদান নেই বললেই চলে। সব গাছেই চাপাতা দেওয়া যায়। চায়ের পাতা রোদে শুকিয়ে তার পর গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করুন।

ব্রণ নিরাময়ে
চা পাতায় থাকা অ্যান্টিসেপটিক ব্রণ নিরময়ে ভূমিকা রাখে। অল্প একটু চা পাতা দিয়ে লিকার তৈরি করে সেই লিকার দিয়ে মুখ ধুয়ে নিন। ব্রণ সারবে অল্প ক’দিনেই।

চোখের ডার্ক সার্কেল দূর
ঘরে যদি টি ব্যাগ ব্যবহার করে থাকেন তাহলে চা বানানোর পর সেই টি ব্যাগ ফেলে না দিয়ে রেখে দিন। ত্বকের পরিচর্যার সময়ে এই টি ব্যাগ চোখের উপর রেখে কিছুক্ষণ শুয়ে থাকুন। চা পাতার কল্যাণে চোখের চারপাশের কাল দাগ বা ডার্ক সার্কেল দূর হয়ে যাবে। এছাড়া চোখের চারপাশের ফোলা ভাব দূর করতেও টি ব্যাগ ভূমিকা রাখে।

জুতার দুর্গন্ধ তাড়াতে
পা বেশি ঘামলে জুতায় দুর্গন্ধ হয় বেশি। জুতার দুর্গন্ধ থেকে নিস্তার পেতে গ্রিনটিতে ভরসা রাখুন। গ্রিনটির পাতা জুতার ভিতরে এক দিন রাখলেই গন্ধ দূর হবে।

Back to top button