লাইফস্টাইল

মেরুদণ্ডের আঘাত থেকে সাবধান

একজন মানুষের হাতে বা পায়ে যদি ব্যথা লাগে তাহলে সেটা বেশি গুরুত্ব না দিলেও চলে। তবে জানেন কি, যদি মেরুদণ্ডে ব্যথা লাগে তাহলে সেটা অবহেলা করা যাবে না। কারণ, মেরুদণ্ডে আঘাত লাগলে মারাত্মক বিপদ হয়ে যেতে পারে। তাই মেরুদণ্ডে আঘাত পেলেই ডাক্তার দেখানো উচিত।

১-যেভাবে আঘাত লাগে মেরুদণ্ডে
এমন অনেক কারণ আছে যার ফলে মেরুদণ্ডে আঘাত লেগে থাকে। যেমন ধরুন গাছ থেকে পরে গিয়ে, ভারী কোনো কিছু তুললে বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলে।

২-যা হতে পারে
মেরুদণ্ডে আঘাত লাগলে একটু বেশি ভয় লাগে কারণ, মেরুদণ্ডের ভেতরে মেরুরজ্জু আছে। সেখানে যদি ব্যথা হয়, তাহলে তার থেকে একে একে কোমরের ব্যথা পায়ে ব্যথা হতে পারে। যা খুবই যন্ত্রণাদায়ক ।

৩-যা করা উচিত
আপনার যদি কখনো মেরুদণ্ডে আঘাত লেগে থাকে তাহলে বেশি নড়াচড়া না করে সেই ব্যথা জায়গায় ঠান্ডা জল লাগাবেন।সেই সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন।এমনকি এক্সরে করেও দেখতে পারেন।

Back to top button