লাইফস্টাইল

রান্নাঘর থেকে আরশোলা দূর করার সহজ উপায়, জেনেনিন বিস্তারিত

খুবই বিরক্তকর একটা বিষয় আরশোলা। যার ফলে রান্না ঘরে কোনো খাবার আলগা করে রেখে আসা যায় না। সব সময় ঢাকা দিয়ে রাখতে হয়। তবে শুধু রান্নাঘরেই নয়, অন্যান্য ঘরের আনাচে কানাচেও দেখা যায় আরশোলা। আরশোলা তাড়ানোর জন্য মানুষ কত কিছু পদ্ধতি না অবলম্বন করে থাকেন। কিন্তু তাতেও যেন কিছুই হয়না । তাই আজ আমরা জানাবো আরশোলা তাড়ানোর সহজ উপায়। আর আপনি যদি সেই পদ্ধতি ব্যাবহার করে থাকেন তাহলে ফল নিজেই বুঝতে পারবেন। আসুন তাহলে আর দেরি কিসের জেনে নেওয়া যাক চটপট-

১-প্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে সেই আরশোলা গুলো কোন জায়গা দিয়ে বেশি ঘোরাফেরা করে। এরপর যেই জায়গায় আরশোলাগুলো বেশি উপদ্রব করে সেই জায়গায় প্রতিদিন পরিষ্কার রাখতে হবে ও সাবান টুকরো টুকরো করে সেখানে রেখে দিতে হবে। সাবানের গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। তাই সেখানে আর আরশোলা আসবে না।

২-শুধু সাবান নয়, পেঁয়াজের গন্ধও সহ্য করতে পারে না আরশোলা। তাই আপনার ঘরের যেখানে আরশোলা বেশি উপদ্রব করে থাকে সেই জায়গায় পেঁয়াজের রস অথবা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখে দিন। দেখবেন আরশোলা আর আসছে না।

৩-৩কাপ জলে কয়েকটি গোলমরিচ ভিজিয়ে রেখে আপনি যদি সেই গোলমরিচ ভেজানো জলটি স্প্রে করে আরশোলার উপদ্রব জায়গায় দেন তাহলে কখনোই সেখানে আর আরশোলা আসবে না।

৪-এছাড়াও আপনি ন্যাপথলিন রেখে দিতে পারেন। অনেক সময় দেখা যায় জামাকাপড়ে আরশোলা লুকিয়ে থাকে তাই আপনি আপনার জামাকাপড়ে ন্যাপথলিন যদি রেখে দেন তাহলে আরশোলা আর আসবে না।

Back to top button