লাইফস্টাইল

মানবদেহের অজানা ও বিস্ময়কর কিছু তথ্য, জেনেনিন বিস্তারিত

মানবদেহ নিয়ে আমাদের জল্পনা-কল্পনার শেষ নেই। যুগ যুগ ধরেই মানবদেহের প্রতিটি অঙ্গ নিয়ে গবেষণা হয়ে আসছে।আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের ধারণা, তারা নিজেদের দেহ সম্পর্কে পুরোপুরি জানেন। কিন্তু জানেন কি? এর অজানা অনেক কিছুই রয়েছে। আসুন তাহলে জেনেনিন মানবদেহ সম্পর্কে কিছু অজানা ও বিস্ময়কর তথ্য-

১-মস্তিষ্কের স্পন্দনের গতি ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার।

২-মানবদেহে মস্তিষ্কে প্রতি সেকেন্ডে ১০০০০০ রাসায়নিক বিক্রিয়া ঘটে।

৩-মানবদেহে সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।

৪-মানবদেহে রক্তের ধরণ ২৯টি।

৫-একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।

৬-ছেলেদের জিহ্বার পৃষ্ঠে মেয়েদের চেয়ে স্বাদের কুঁড়ি কম থাকে।

৭-মানবদেহে হাঁচির গতি ঘণ্টায় ১৬০কিমি।

Back to top button