লাইফস্টাইল

ব্যস্ততার মধ্যেও সন্তানের সাথে সময় কাটানোর কিছু টিপস

এই ব্যস্ততার জীবনে কি করবেন কিছু বুঝতে পারছেন না।সন্তানকে ঠিকঠাক সময় দিতে পারছেন না।একদিকে বুঝছেন কতটা জরুরি সন্তানকে সময় দেওয়া।এসব নিয়ে খুব চিন্তায় আছেন।তবে এখন একটু চেষ্টা করলেই আমাদের দৈনন্দিন ব্যস্ততার সময়গুলোতেও চাইলে সন্তানের সাথে কিছু ভালো সময় কাটানো যায়।
১।ঘরগোছান একসাথে
যখন আপনি ঘরের টুকটাক জিনিস গোছাবেন তখন আপনার বাচ্চাকে নিয়ে গোছাতে পারেন।আপনার ঘর ও গোছানো হয়ে যাবে আর তার সাথে কিছু অল্প সময় কাটানোও হয়ে যাবে।
২।সকালের ব্রেকফাস্ট একসাথে খান
সকালে খুব তারা থাকলেও চেষ্টা করুন একসাথে ব্রেকফাস্ট করার।আপনিই ভাবুন-আপনার সন্তানের সকাল যখন আপনার সাথে ব্রেকফাস্ট টেবিলে একটু আনন্দ, খুনসুটি, মজা আর গল্পে শুরু হবে সেটা কতটা সুন্দর হবে আপনাদের জন্য।
৩।ঘুমোনোর আগে গল্প করুন
রাতে যখন ঘুমোতে যান তার আগে কিছুটা সময় গল্প করে নিন।মাঝে মাঝে আপনার সন্তানকে কিছু মজাদার গল্পও শোনান।এতে ওর রাতটা অনেক সুন্দর হয়ে উঠবে।আপনার শৈশবের কিছু স্মৃতিও শেয়ার করতে পারেন।

Back to top button