লাইফস্টাইল
জেনে নিন,কখন হাঁটবেন, কতটুকু হাঁটবেন

আমাদের শরীর ও স্বাস্থ্যও সুস্থ রাখার জন্য হাঁটা খুব জরুরি।নিয়মিত হেঁটেই নিজেকে সুস্থ রাখতে পারেন।তবে হাঁটা শুরুর আগে জেনে নেওয়া ভালো কতটুকু হাটবেন ও কখন হাঁটবেন-
কত সময় হাঁটা উচিত? চিকিৎসক বলেছেন, প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উচিত। তবে আপনি চাইলে সপ্তাহে প্রতিদিন না-ও হাঁটতে পারেন। পাঁচ দিন ৩০ মিনিট করে ১৫০ মিনিট হাঁটলেও আপনি সুস্থ থাকবেন। মানে একজন মানুষের সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা জরুরি।
অনেকে সকালে ঘুম থেকে উঠেই হাঁটতে বের হন বা হেঁটে এসেই ঘুমিয়ে পড়েন।ঘুম থেকে উঠেই হাঁটতে যাওয়া ঠিক না। ঘুম থেকে ওঠার কমপক্ষে ৩০ মিনিট পর হাঁটতে বের হওয়া উচিত। কারও যদি সকালে অফিসে যাওয়ার তাড়া থাকে তাহলে ঘুম থেকে একটু আগে ওঠার অভ্যাস করুন।তারপর ৩০ মিনিট হাটতে পারেন।