করোনা: কোন মাস্ক কতদিন ব্যবহার করবেন? জেনেনিন বিস্তারিত

করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব।এই মরণ রোগের প্রাদুর্ভাবের মধ্যেই পুরো বিশ্বে চাহিদা বেড়ে গিয়েছে ফেক মাস্কের ওপর।আর এই পরিস্থিতিতেই বিশ্বের মধ্যে ফেস মাস্ক কেনার হৈচৈ ছড়িয়ে পড়েছে।
চিকিৎসকেরা বলেন, করোনা ভাইরাসবে আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির সময় যদি কেউ তার সংস্পর্শে এসে যায় বা তার সাথে হ্যান্ড শেখ করে এই ভাইরাসে সংক্রমিত হতে পারে যে কেউ।তাই এই ভাইরাসের এদিকে ম্যুক্তি পেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
তবে কোন মাস্ক কতদিন ব্যবহার করা যায় সে সম্পর্কে জানেন কি, না জানলে জেনেনিন:-
> সার্জিক্যাল মাস্ক:- বেশিরভাগ মানুষই মাস্কের সাদা অংশটি মুখের ভেতর রাখে ও এই মাস্ক দিনের পর দিন ব্যবহার করতে থাকেন।সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা ভালো কিন্তু একাধিকবার নয়।এই সার্জিক্যাল মাস্ক শুধু মাত্র একবারই ব্যবহার করুন।
> একটি লেয়ারের মাস্কও বাজারে পাওয়া গিয়ে থাকে তবে সেই মাস্ক শুধু ধুলো বালি প্রতিরোধ করে রোগ প্রতিরোধ করতে পারে না।
তবে জেনেনিন এই মাস্ক কতদিন ব্যবহার করা যায়:- একটি মাস্ক এক বারের চেয়ে একাধিক বার ব্যবহার করা যাবে না। নিয়ম অনুযায়ী একটি মাস্ক ২ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না।এক্ষেত্রে একটি মাস্ক টানা ৮ ঘন্টা ব্যবস্থার করা ঠিক নয়।এটির ব্যবহার শেষ হয়ে গেলে এই মাস্কটিকে কাগজে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিন।এতে জীবাণু ছড়াবে না।