লাইফস্টাইল

ব্লিচিং পাউডারের সঙ্গে এই জিনিসটি মেশালে ৩০ সেকেন্ডের মধ্যেই হবে মারাত্মক বিপদ!

করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে মানুষ কিনা করে চলেছে। সব কিছু জীবাণুমুক্ত রাখরচে । তাইতো সবাই কম বেশি জীবাণুনাশক ডেটল, স্যাভলন, ব্লিচিং পাউডার ইত্যাদি এই সময় ব্যবহার করছেন । তবে ব্লিচিং পাউডার সবচেয়ে পরিচিত এবং সহজলভ্য জীবানুনাশক।যা অনেকেই ব্যবহার করেন।এমনকি তারা মনেও করেন, এর সঙ্গে ডেটল বা স্যাভলন মিশিয়ে নিলে এর শক্তি আরো বেড়ে যাবে।

কিন্তু জানেন কি ব্লিচিং পাউডারের সঙ্গে ডেটল বা স্যাভলন মেশালে হতে পারে মারাত্মক বিপদ? ব্লিচিং পাউডারের সঙ্গে যে কোনো পরিষ্কারক বা জীবানুনাশক মেশালে বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আর এই ক্লোরিন গ্যাস মাত্র ৩০ সেকেন্ডেই আপনার চোখ, নাক এবং ফুসফুসকে মারত্মক ক্ষতিগ্রস্ত করবে।এমনকি কেউযদি ৩০সেকেন্ড এর শ্বাস গ্রহণ করেন তাহলে তার ফুসফুস ৭-৮ঘন্টা পর স্বাভাবিক হবে। আসুন জেনে নিন এমন কয়েকটি বিক্রিয়া সম্পর্কে-

> ব্লিচিং পাউডার + সেনিটাইজার (Rubbing alcohol) = বিষাক্ত ক্লোরোফরম

> ব্লিচিং পাউডার + ভিনেগার = বিষাক্ত ক্লোরিন গ্যাস

> ব্লিচিং পাউডার + গ্লাস ক্লিনার (Ammonia) = ক্লোরো-অ্যামিন ( যার জন্য শ্বাসকষ্ট ও বুকব্যথা হতে পারে)

> হাইড্রোজেন পার-অক্সাইড + ভিনেগার = পার-অক্সি-এসিটিক এসিড (ক্ষয়কারক)

> ব্লিচিং পাউডার + হারপিক = বিষাক্ত ক্লোরিন গ্যাস

Back to top button