জেনে নিন, বিবাহিত জীবন সুখের করতে কোনমাসে বিয়ে করবেন?
সামনেই বিয়ের মরসুম। আর সেই বিয়ে উপলক্ষে পাত্র পাত্রীর মধ্যে উত্তেজনা যেমন থাকে। পাশাপাশি থাকে ভয়ও। কোনও কোনও বিয়ে সারাজীবনের জন্য দীর্ঘস্থায়ী হলেও, বিয়ের পরই স্বামী স্ত্রীয়ের মধ্যে বাঁধে কলহ। যার পরিণতি হয় ডিভোর্স। ডিভোর্সের হাত থেকে বিয়েকে রক্ষা করতে কুষ্ঠিবিচার কিন্তু আবশ্যিক।
কেউ কেউ এটিকে কুসংস্কার বললেও অনেকক্ষেত্রেই এই কুষ্ঠিবিচার সুফল হয়ে দাঁড়ায়।কুষ্ঠিবিচার করেই স্থির করা হয় কোন মাস পাত্র পাত্রীর জন্য শুভ।
জানুয়ারি: কুম্ভ রাশির জন্য এই মাসটি খুবই শুভ। এই মাসে বিয়ে করলে আপনার স্বামী কিংবা স্ত্রীয়ের সঙ্গে আপনার সম্পর্ক হবে মধুর। বিবাহবিচ্ছেদের সম্ভাবনাও অনেকাংশে কমে আসে।
ফেব্রুয়ারি: মীন রাশির জন্য এই মাসটি খুব শুভ। তবে, এই মাসে বিয়ে করলে একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরা প্রত্যেকেই নিজের কাছের মানুষকে দেওয়া প্রতিজ্ঞা রাখেন।
মার্চ: এই মাসে বিয়ে করলে আপনার জীবনে আপনার সঙ্গী কিংবা সঙ্গিনী একের পর এক চমক দেবেন। তবে, আপনার সঙ্গী কিংবা সঙ্গিনীর সঙ্গে কিন্তু আপনার ভুল বোঝাবুঝি যে একেবারই হবেনা সেটি বলা দায়। মেষ রাশির জাতক/জাতিকাদের জন্য এই মাসটি খুব শুভ।
এপ্রিল: ভারতের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিয়ের জন্য এপ্রিল মাস খুব শুভ। স্বামী এবং স্ত্রীয়ের মধ্যে ভালোবাসা অপ্রতুল থাকে। এরা দুজনেই খুব রোমান্টিক হন। একইসঙ্গে এদের সেক্স লাইফও যথেষ্ট ঈর্শনীয়।বৃষরাশির জন্য এই মাসটি খুব শুভ।
মে: এই মাসে বিয়ে করলে আপনার ভাগ্য কিন্তু কোনদিকে চলবে সেটি বোঝা দায়। বিয়ের পর হয়তো আপনার ভাগ্য খারাপ দিকেও যেতে পারে, আবার ভালো দিকেও যেতে পারে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে হতে পারেন খুব ক্রুঢ় আবার শান্ত স্বভাবেরও হতে পারেন তিনি। মিথুনরাশির জন্য এই মাসটি খুব শুভ।
জুন: কর্কট রাশির জন্য খুব শুভ এই মাসটি। এই রাশির সকলে খুবই দয়ালু স্বভাবের হয়। এদের বৈবাহিক জীবন খুব সুখের হয়। এমনকি ভবিষ্যতে তাদের ছেলেমেয়েরাও যথেষ্ট ভালো হবে সবদিক থেকেই।
জুলাই: সিংহ রাশির জাতক/জাতিকাদের জন্য খুব শুভ। আপনারা আপনাদের বৈবাহিক সম্পর্ককে সুখের করতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি এদের মনের মিলও খুব ভালো।
অগস্ট: কন্যা রাশির জন্য খুবই শুভ। এরা সমস্ত বাধাবিপত্তি খুব সহজেই অতিক্রম করতে পারে। একইসঙ্গে স্বামী স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক খুব সুখের হয় এদের। সহজে কেউ এদের সম্পর্ক ভাঙতে পারেন না।
সেপ্টেম্বর: তুলারাশির জন্য বিয়ের মাস হিসেবে এটি খুব শুভ। এরা একেবারে পারফেক্ট কাপল। এদের মধ্যে অনেক পার্থক্য থাকলেও, সমস্যা থাকলেও সবকিছু এরা মিটিয়ে নিয়ে সুখে সংসার করে।
অক্টোবর: এই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হলে আপনার সেক্স লাইফ খুবই মধুর। একে অপরের প্রতি ভালোবাসাও এদের মাত্রাছাড়া। বৃশ্চিক রাশির জন্য থুবই শুভ।
নভেম্বর: বিবাহিত জীবন খুব সুখের এদের। একে অপরের জীবনের শূণ্যতা খুব সহজেই দূর করতে পারেন। ধনু রাশির জন্য খুব শুভ।
ডিসেম্বর: মকর রাশির জন্য শুভ। কিভাবে এদের ভবিষ্যত জীবন সুখের করা যায়, সেই বিষয়টি নিয়ে এরা দুজনেই সবসময় চিন্তিত থাকেন। একে অপরকে সারপ্রাইজ দিয়ে সুখী সম্পর্ক স্থাপন করেন।