লাইফস্টাইল
কালোজিরাকে সুস্বাস্থ্যের কালোমানিক করেছে এই ৩টি ঔষধি গুনের জন্যই
আমাদের সবার বাড়িতেই কালোজিরা রান্নার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।কালোজিরাকে আমরা কমবেশি সবাই চিনে থাকি।তবে এই জিরার কিছু দারুন ঔষধিগুন্ রয়েছে,যা কালজিরাকে কালোমানিক করেছে।
১।স্মৃতিশক্তি বাড়াতে
মনে রাখার উপায় হিসেবে এই জিরা দারুন কার্যকরী। কালোজিরা ফোটানো জলে লেবু ও পুদিনা মিশিয়ে খেলে তা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে বহুগুণ।
২।চুল পড়া রোধ করতে
এটি শুধু চুল পড়া রোধে নয়,চুলের আদ্রতা ঠিক রাখতে সাহায্য করে।
৩।ব্রণ দূর করতে
কালোজিরা বেটে তাতে লেবুর রস আর চিনি মিশিয়ে মিশ্রণটি মাখুন পুরো মুখে। দশমিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহখানেক এই পদ্ধতি অনুসরণ করুন, দেখবেন ব্রন পালাবে বাপ বাপ করে।