করোনা রুখতে ফেস মাস্ক নাকি ফেস শিল্ড কোনটি বেশি কার্যকরী? জেনেনিন

করোনা ভাইরাস রুখতে প্রত্যেকেই মাস্ক ব্যবহার করছেন। যখনি ঘর থেকে বাইরে বের হচ্ছে তখনি মাস্ক পরে বের হচ্ছে।কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মাস্কের পাশাপাশি অনেকে আবার ফেস শিল্ডও ব্যবহার করছেন। এর কারণ কি, কোনটি বেশি উপকারী মাস্ক নাকি ফেস শিল্ড? এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। আসুন তাহলে জেনে নেয়া যাক এই দুটোর মধ্যকার পার্থক্য?
১-ফেস শিল্ড আপনার মুখের উপর একটা আবরণ হিসেবে থাকবে। এটি স্বচ্ছ হওয়ায় সবকিছুই পরিষ্কার দেখা যাবে।
২-এমনকি এমন অনেকে আছে যারা মাস্ক পরে শ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্য বলছি তারা এটি ব্যবহারে করলে অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
৩-যারা বেশি সুরক্ষা চান তারা মাস্ক পরেও আবার শিল্ড ব্যবহার করতে পারবেন।
৪-ফেস শিল্ড থাকলে সবচেয়ে বেশি উপকার কি জানেন? এটি পড়লে আপনি আপনার চোখ নাক ও মুখে হাত দিতে পারবেন না। যার ফলে আপনার করোনা সংক্রমণের আশঙ্কা কম থাকবে।
৫-ফেস শিল্ড প্রতিদিন পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আবার ব্যবহার করতে পারবেন।