লাইফস্টাইল
অবশ্যই জেনে রাখুন,কৃমির ওষুধ কখন খাওয়া উচিত?

আমাদের সবার পেটেই কৃমি হয়ে থাকে।এটি আকারে দেখতে খুবই ছোট হয়।তবে সঠিক সময়ে কৃমির ওষুধ না খেলে কৃমি রক্ত শুষে নেয় প্রায় শূন্য দশমিক ২ মিলিলিটার।তাই সময় থাকতে এর ওষুধ খান।এবং কৃমির ওষুধ খাবার সঠিক সময় ও জেনে নিন-
১।প্রতিবছর অন্তত তিন মাস পর পর এর ওষুধ খান। মেবেনডাজল হলে খেতে হবে পরপর তিন দিন। সাত দিন পর আরেকটা ডোজ খাওয়া যায়।
২। শিশুদেরও একইভাবে সিরাপ খাওয়াতে হবে। দুই বছরের নিচে কোনো শিশুকে খাওয়াতে হলে চিকিৎসকের পরামর্শ নিন।
৩।গরম,বর্ষা,শীত-এই তিন ঋতুতেই ওষুধ খেতে পারবেন।
৪।বাইরের খোলা অপরিচ্ছন্ন খাবার না খাওয়াই ভালো। মাঠঘাটে শিশুদের খালি পায়ে খেলতে দেবেন না।