অর্থনীতি

YesBank -গ্রাহকদের দিলো সুখবর, আর নেই কোনো চিন্তা, খুশি সকল গ্রাহক

ইয়েস ব্যাঙ্কের অর্থ উন্নতি অনেকটাই কমে যাওয়ায় ইয়েস ব্যাঙ্কের গ্রাহকেরা পড়েছে নানান সমস্যায়।এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার গ্র্যাহকদের আশ্বস্ত করে জানান তারা তাদের সমস্ত টাকা ফিরে পাবেন। সেজন্য কেন্দ্র সরকার ইয়েস ব্যাঙ্কের ওপর এক নিষেধাজ্ঞা জারি করেছিল।

তবে অবশেষে এই চিন্তার অবসান ঘটালো কেন্দ্র সরকার।উঠতে চলেছে নিষেদ্ধজ্ঞা।কেন্দ্রের তরফ থেকে জানানো হলো, আগামী ৩টি কর্মদিবসের মধ্যে টাকা তোলার নিষেধাজ্ঞা উঠে যাবে।অর্থাৎ আগামী বুধবার থেকে গ্রাহকরা ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবে।

গতকাল কেন্দ্রের তরফ থেকে এনিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয়েছে, টাকা তোলার বিষয়ে ৩ টি কর্মদিবসের সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

Back to top button