অর্থনীতি

৪ বছরের মধ্যে সোনার দামে হলো রেকর্ড পতন,দাম কমায় খুশি মধ্যবিত্তরা

চলতি বছরের আগস্টেই সোনার দাম ছুঁয়েছিল সর্বোচ্চ দর আর এবার নভেম্বরের শেষেই তা আবার নামতে শুরু করে দিয়েছে। আর এবার সোনার দাম মাসিক পতনের নিরিখে ভেঙে ফেলেছে চার বছরের পুরোনো রেকর্ড। এদিন স্পট গোল্ড বিশ্ব বাজারে দেখা গেছে বড় পতন।

৩০ নভেম্বর সোনার দাম স্পট গোল্ডে কমেছে ১.২ শতাংশ আর সেই কারণে প্রতি আউন্স সোনার দাম কমেছে ১৭৬৬.২৬ মার্কিন ডলার। এর আগে গত শুক্রবার ঘরোয়া বাজারে সোনার দাম কমে ০.৮৫ শতাংশ। আর এরফলে সোনার দাম দাঁড়ায় ৪৮ হাজার ১০৬ টাকা। শুধুমন্ত্র নভেম্বর মাসেই সোনার দামের পতন হয়েছে ৬ শতাংশ যা গত ৪ বছরের নিরিখে দেখা যায়নি।

সোনার দামের পাশাপাশি এদিন রুপোর দাম কমেছে ৩.২ শতাংশ ফলে প্রতি আউন্স রুপোর দাম কমে হয়েছে ২১.৯৬ মার্কিন ডলার। যেহেতু ঘরোয়া বাজার বন্ধ ছিল তাই সকালের সেশনে ঐদিন দাম ওঠেনি।

সবমিলিয়ে কলকাতায় ৩০ নভেম্বর সোনার দাম ছিল ৪৮ হাজার ৮৩০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৫১,০৩০ টাকা। অপরদিকে চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার দাম ৪৫ হাজার ২৪০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৪৯ হাজার ৩৫২ টাকা। মুম্বাইতে ২২ ক্যারেট সোনার দাম ৪৭হাজার ২৪০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৪৮ হাজার ২৪০ টাকা।

Back to top button