অর্থনীতি

HOME LOAN: গৃহঋণ নেওয়ার কথা ভাবছেন? দেখে নিন কোন ব্যাঙ্কে দিতে হবে কত সুদ ?

2022-23 সালের প্রথমার্ধ থেকেই ব্যাঙ্কগুলিতে দামি হচ্ছে হোম লোন। রেপো রেট বৃদ্ধির জেরে চাপ বেড়েছে ঋণগ্রহিতাদের পকেটে।

সাধারণত, রেপো রেটে পরিবর্তন হলে ব্যাঙ্কগুলির ঋণের সুদের হারের বেঞ্চমার্কেও রদবদল দেখা যায়। বর্তমানে বহু ঋণগ্রহিতার লোন মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেটের সঙ্গে যুক্ত রয়েছে। ব্যাঙ্কগুলি এই হার পরিবর্তন করলে সুদেও বৃদ্ধি অথবা পতন দেখা যায়।

বর্তমানে কোন ব্যাঙ্কে MCLR কত, তা নিম্নে উল্লেখ করা হল:

ICICI Bank: এক দিন এবং এক মাসের জন্য 8.45 শতাংশ, তিন এবং ছয় মাসের জন্য 8.5 এবং 8.85 শতাংশ, এক বছরের জন্য 8.95%
Punjab National Bank: একদিনের ঋণের সুদের বেঞ্চমার্ক 8.15 শতাংশ, এক মাসের জন্য 8.25 শতাংশ, তিন এবং ছয় মাসের মেয়াদে 8.35 ও 8.55

শতাংশ, এক বছরের জন্য 8.65 শতাংশ, তিন বছরের মেয়াদে 8.95 শতাংশ

Bank of India: একদিনের MCLR ছিল 7.95 শতাংশ, এক মাসের MCLR রয়েছে 8.15 শতাংশ, তিন এবং ছয় মাসের জন্য MCLR পৌঁছেছে 8.3 ও 8.50

শতাংশ, এক এবং তিন বছরের জন্য MCLR 8.7 ও 8.9 শতাংশ হয়েছে

Bank of Baroda: এক মাস, 90 দিন এবং ছয় মাসের জন্য MCLR রয়েছে যথাক্রমে 8.25, 8.35 এবং 8.45 শতাংশ

Canara Bank: এক মাসের MCLR রয়েছে 8.05 শতাংশ, তিন মাসের জন্য 8.15 শতাংশ, ছয় মাস এবং এক বছরের জন্য MCLR হয়েছে 8.5 এবং 8.7
শতাংশ

Back to top button