অর্থনীতিটেক নিউজ

সুখবর! JIO-নিয়ে আসছে নতুন সুবিধা, ঘরে বসেই দেখতে পারবেন সব

Jio টেলিকম পরিষেবা প্রথম থেকেই একের পর এক চমক এনেছিল।কল ও ডাটায় এক নতুন বিপ্লব এনেছে এই সংস্থা।তারপর থেকেই ধীরে ধীরে এই সংস্থা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়।ফের আরেকটি নতুন চমক নিয়ে এলো এই সংস্থা।সেই চমকটি হলো ঘরে বসেই আপনি দর্শন করতে পারবেন ৪টি ধাম।

জানা গেছে, Jio উত্তরাখণ্ডের ৪টি ধামসহ আরও বিভিন্ন জনপ্রিয় মন্দিরের আরতি লাইভ দেখাবে।Jio কোম্পানি সম্প্রতি উত্তরাখণ্ডের সরকারের জন্য একটি ডিজিটাল প্লট্ফর্ম তৈরী করছে।এটির কাজ হবে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও জামুনেত্রীর আরতি লাইভ দেখানো হবে ও তাঁর সাথে উত্তরাখণ্ডের অন্য ধর্মীয় স্থানের দর্শনও করবে এই সংস্থা, যার ফলে বহু মানুষ এটির দ্বারা উপকৃত হবে।

এমন অনেকেই আছেন যারা চার ধাম দর্শন করতে নানান কারণের ফলে সে দর্শন করা আর হয়ে ওঠে না।এছাড়া প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থ যাত্রীরা চারধম দর্শনের কারণে অনেকেই দর্শনের এই সুযোগ পাননা।সেই ভক্তদের জন্য রাজ্য সরকার আর Jio এক সাথে জোট হয়ে ভক্তদের জন্য অনলাইন আরতি দর্শনের সুযোগ করে দিতে চলছে।এই সুবিধার কারণে যারা পুণ্যস্থান দর্শন করতে পারেন না তারা এই ধাম গুলো দর্শন করতে পারবেন।

Back to top button