অর্থনীতি

মধ্যবিত্তদের জন্য সুখবর, পুজোর মুখেই কমে গেলো সোনার দাম

মঙ্গলবার শুরুর দিকে কিছুটা বেড়ে গেলেও কিছুক্ষন পরে তা কমতে থাকে। এমসিএক্স সূচকে সোনার দাম কমেছে ০.১৪ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত সোনার দাম প্রতি ১০ গ্রামে ছিল ৫০ হাজার ৪০০ টাকা। পাশাপাশি বিশ্ব বাজারেও কমেছে সোনার দাম। বিশ্ব বাজারেও কমেছে সোনার দাম। আর এবার তার সাথে তাল মিলিয়ে ভারতের বাজারেও কমে গেলো সোনার দাম। গত সেশনেই ভারতে সোনার দাম পড়েছিল ২.৪ শতাংশ। সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। রুপোর দাম কমে হয়েছে ৬১ হাজার ১১ টাকা।।

মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৫২ হাজার ১৮০ টাকা। তার আগের দিন সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম কলকাতায় ছিল ৫৩ হাজার ১৫ টাকা।

কলকাতায় আজ রুপোর দাম প্রতি কেজি ৬০,৬০০ টাকা। যাহ্রাও দেশের অন্যান্য শহরে রাজধানী দিল্লিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম ক্৫২,৩০০ টাকা। মুম্বাইয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫২, ৩৯০ টাকা। এছাড়া চেন্নাইয়ে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫২ হাজার ৩৮৫ টাকা।

Back to top button