অর্থনীতি

Business: শুক্রবারে চাঙ্গা বাজার, উঠলো SENSEX ও NIFTY ,মিললো স্বস্তি বিনিয়োগকারিদের

অমিক্রনের ধাক্কা সামলে আজ শুক্রবারেই ঘুরে দাঁড়ালো বাজার। আজ সকাল থেকেই উর্ধ মুখে রয়েছে শেয়ার সূচক। আজ লেনদেন শুরু হওয়ার এক মিনিটের মাথায় বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক ২৭৫ অঙ্ক বেড়ে ৫৯হাজার ৯০০ পেরিয়ে ৬০ হাজার পয়েন্ট পার হয়ে গেছে।

অপরদিকে ন্যাশনাল এক্সচেঞ্জের নিফটি বাজার খোলার পরেই ১৭ হাজার ৮০০ পয়েন্ট পেরিয়ে যায়। এইমুহূর্তে সেনসেক্স ১৭৪ পয়েন্ট বেড়ে রয়েছে ৫৯, ৭৭৬ পয়েন্টে। নিফটিও ৫৫ পয়েন্ট বেড়ে গিয়ে হয়েছে ১৭,৮০১ পয়েন্ট।

প্রসঙ্গত গতকাল অমিক্রন আতঙ্কে দেশজুড়ে কিছুদিন ধরেই ফের বাড়ছে করোনা নিয়ে আশঙ্কা। আর সেই আশঙ্কার ঢেউ গিয়ে লাগলো শেয়ার বাজারেও বলে মনে করছে বিশেষজ্ঞরা। আজ বাজার খুলতেই দেখা গেলো তার প্রতিফলন।

সকাল সকাল শেয়ার মার্কেট থেকে আসে খারাপ খবর। বড় ধস নামে নিফটির সূচকে। সেই সাথে পরে যায় সেনসেক্স। গত ৩ দিন ধরে টানা এই সূচক বাড়লেও বৃহস্পতিবার সকালে পতন হয়ে যায়।

আজ সকালে বাজার খোলার সময় সেনসেক্স শুরু হয়েছিল ৫৮,৪৭৩.৬৭ পয়েন্টে কিন্তু কিছুক্ষন না যেতেই তা নেমে হয় ৫৯,৪০০ পয়েন্টে।

অপরদিকে নিফটি বাজার খোলার সময় ১৭,৭৬৮.৫০ পয়েন্টে থাকলেও পরবর্তীতে সূচক নেমে যায় ১৭,৭০০ পয়েন্টে।

Back to top button