
২০০০ টাকার নোট আর পাওয়া যাবেনা ইন্ডিয়ান ব্যাংকার ATM গুলিতে।আনুষ্ঠানিকভাবে আজ এই ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।আর এই সিদ্ধান্তের কারণ হিসেবে ব্যাঙ্ক জানিয়েছে ATM -এ ২০০০ টাকার নোট দিলে সেই নোট বাজারে ভাঙাতে অসুবিধা হয় গ্রাহকদের।তাই এর পরিবর্তে আরো বেশি করে ATM গুলিতে ভরা হবে ২০০ টাকার নোট।তাই এখন অনেকেই প্রশ্ন করছে নোট বাতিলের সময় কেন চিন্তা -ভাবনা ছাড়াই বাজারে ২০০০ টাকার নোট আনা হয়েছিল? এই প্রসঙ্গে আপনার কি মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে।