অর্থনীতি

দুঃসংবাদ! কেন্দ্র সরকার বাড়িয়ে দিলো পেট্রল -ডিজেলের দাম, চিন্তায় মধ্যবিত্তরা

আজ কেন্দ্র সরকার আবার নতুন করে বাড়িয়ে দিলো পেট্রল ও ডিজেলের দাম। আজ থেকে পেট্রল ও ডিজেলের দাম কেন্দ্রাসারকার লিটার প্রতি বাড়িয়ে দিলো ৩টাকা করে।একদিকের যখন বিশ্বজুড়ে তেলের দাম একদম তলানিতে গিয়ে থেকেছে তখন নিজেদের লাভ বাড়াতে পেট্রোপণ্যে শেষ বাড়িয়ে দিলো কেন্দ্র সরকার।

পেট্রোলের শেষ বেড়ে হয়েছে ২-৮ টাকা ও ডিজেলের শেষ বাড়িয়ে করা হয়েছে ৪ টাকা।

কেন্দ্রাসরকারের এই সিদ্ধান্তে বিরোধীরা ক্ষোভ উগরে দিয়ে বলেছে একদিকে যখন সারা বিশ্বে কমছে তেলের দাম সেখানে কেন্দ্রাসারকার হাঁটছে উল্টো পথে। এই দাম বাড়ানোর চাপ গিয়ে পড়তে পারে গরিব ও মধ্যবিত্তদের উপর ।

Back to top button