বিনোদন

”মাত্র দু’বার করেছো, তবুও এত ভাল”! কি করেছে আমির কন্যা ‘ইরা’র বয়ফ্রেন্ড ?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নানান ঘটনা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঘরে বসে থেকেই নানান জায়গার খবর পেয়ে যাই। সম্প্রতি ভাইরাল হলো আমির খানের কন্যা ইরা খানের বয়ফ্রেন্ড এর কান্ডকীর্তি। বর্তমানে আমির কন্যা ইরা সোশ্যাল মিডিয়ায় চর্চার মধ্যে রয়েছেন। শোনা যাচ্ছে তার সম্পর্কে নানা খবর।

আমির খানের মেয়ে ইরা খান তার বয়ফ্রেন্ড নুপুর শিখরের সারপ্রাইজ এ মুগ্ধ। এর সেই মুহূর্ত কে তিনি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় তার ইনস্টাগ্রাম প্রোফাইল এ। এই প্রসঙ্গে অবাক হওয়া ইরার বক্তব্য, “মাত্র দু’বার করেছ। তা সত্ত্বেও এত ভাল!”

আসলে নুপুর শিখর আমির কন্যা ইরার ছোটবেলার ছবি এঁকে ছিলেন পেন্সিল দিয়ে। যদিও সেটা স্কেচ ছিল, কিন্তু তা যেন একেবারে আসল। ইরা ভাবতেই পারছেন না, নুপুর সারাজীবন মাত্র দু’বছর ছবি এঁকেছেন, সে কি করে সে এত ভালো ছবি আঁকতে পারে। ইরার কথায়, “দ্যাটস সো গুড”। ইরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুজনের একসঙ্গে মিল্কশেক বানানোর ছবিও পোস্ট করেছেন। নেটিজেনরাও তাদের ভালোবাসাকে সাপোর্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ira Khan (@khan.ira)

চলতি বছরের ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবসের দিন ইরা তাদের প্রেম সম্পর্কের কথা প্রথম বার প্রকাশ্যে এনেছিলেন। তার বয়ফ্রেন্ড নুপুরের সঙ্গে ছবি শেয়ার করে ইরা লেখেন, “তোমার সঙ্গে প্রমিস করা এবং তোমার কাছে প্রমিস করা গর্বের”। সঙ্গে হ্যাশট্যাগ এ দিয়েছেন একগুচ্ছ প্রেমের বার্তা। ইরার প্রতিটি পোস্টে ছড়িয়ে রয়েছে তাদের ভালোবাসা। দেখনদারী, জাকজমক নেই তাদের ভালোবাসায় আছে শুধু পাশে থাকার অঙ্গীকার। নুপুরের এই সারপ্রাইজ এ ইরা সত্যি অবাক হয়ে গিয়েছেন।

Back to top button