বিনোদন

শ্রাব‌ন্তী‌কে কুপ্রস্তাব: জেনেনিন কিভাবে শ্রাবন্তীর ব্যক্তিগত নম্বর পেলেন অভিযুক্ত যুবক?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কেউ প্রস্তাব দিতেন সেই সাথে বিভিন্ন ধরণের আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন খুলনার ৩৩ বছর বয়স্ক মাহাবুবর রহমান। ইতিমধ্যে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছেন শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন মাহাবুবর রহমান। নায়িকা অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে এসএমএস করতেন মাহাবুব।

আর সেই বিষয়টি নিয়ে খুব রেগে যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তারপর শ্রাবন্তী ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে বিচার করার জন্য অনুরোধ জানান। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বাংলাদেশের খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয় ১৬ নভেম্বর।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘বেশ কিছুদিন আগে অভিযুক্ত যুবক মাহবুব ভারতের বারাসাতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে নায়িকা শ্রাবন্তীর মোবাইল নাম্বার সংগ্রহ করে নিয়ে আসেন।’

অভিযুক্ত মাহবুবের দিদি ফেরদৌসী রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তার ভাই কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন।আর সেই কারণে বেশকিছুদিন থেকেই নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওষুধ খেতেন।আর মানসিক অসুস্থতার কারণে তার ভাই নায়িকা শ্রাবন্তীকে এসএমএস পাঠিয়েছেন বলে তাদের পরিবারের ধারণা।

Back to top button