বিনোদন

ভিজে পোশাকে বেড়িয়ে আসছে যৌবন,এই বয়সেও উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী মালাইকা

বলিউড জগতের একজন নামকরা অভিনেত্রী হলেন মালাইকা অরোরা। দাম্পত্য জীবনও ছিল সুখের, কিন্তু মাঝখানে আসে বিরোধ। ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য জীবনে আসে কলহ, সুখী দাম্পত্য জীবন ভেঙে ছেলে আরহানের হাত ধরে খান বাড়ি প্রত্যাখ্যান করে বিলাসিতা ছেড়ে বেরিয়ে জুয়ান মালাইকা অরোরা। বিচ্ছেদের পর থেকেই ছেলেকে নিয়ে বেশ খুশিতেই আছেন মালাইকা অরোরা। আরবাজ খানের সাথে বিচ্ছেদ হয়ে গেলেও মালাইকা কিন্তু কোনোদিন ছেলেকে তার বাবার থেকে আলাদা করেননি। বরং বাবার সাথে ঠিক আগের মতো সম্পর্ক আছে ছেলের। বাবা ছেলের মধ্যে মধুর সম্পর্ক হলেও মালাইকার সাথে আর সম্পর্ক মধুর নেই তা জানিয়ে দেন অভিনেত্রী।

আরবাজ খান আর মালাইকার সম্পর্কে চির ধরার প্রধান কারণ অর্জুন কাপুর। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের জেরেই আরবাজ খানের সঙ্গে ডিভোর্স হয়ে যায়। খান বাড়ি এখনোও মালাইকাকে পছন্দ না করলেও নিজের শশুর বাড়ির বিরুদ্ধে কোনো মাথা বলেননি আইটেম ডান্সার। প্রাক্তন স্বামীর সম্পর্কে কোনো বাজে কথা বলেননি। পরিবর্তে জানান আরবাজ তার সন্তানের বাবা। তাই প্রাক্তন স্বামীর বসমর্কে কোনো কপটুক্তি করা শোভা পায় বলেও স্পষ্ট জানান।

উল্লেখ্য,এই মুহূর্তে অর্জুনের সঙ্গে লিভ চিনে রয়েছেন মালাইকা লকডাউনের সময় একই বাড়িতে থাকছিলেন দুজনে।প্ররহোমে এদের সম্পর্কটা অর্জুনের বাড়ি থেকে মেনে না নিলেও এখন সম্পর্কটা অন্যরকম। অর্জুন মালাইকার বিয়ের জন্য অপেক্ষা করছে দুই পরিবার। পরিস্থিতি ঠিক হলে এই জুটি বিয়ে সারবেন।এর মধ্যে আবার দীপাবলির ছুটিতে দুজনে ধর্মশালায় অর্জুন কাপুরের সঙ্গে একান্তে সময় কাটিয়ে ফেরার পর নতুন করে শ্যুটিংও শুরু করে দেন মালাইকা। তাই নিয়ে বেশ ব্যস্ত আছেন নায়িকা।

এসবের মাঝে মালাইকার বয়স ৪০ পেরোলেও কিভাবে নিজেকে ফিট রাখতে হয় তা ভালোই জানেন মালাইকা। এর জন্য নিজের কড়া ডায়েট আর শরীরচর্চা তো আছেই। এখনো কিভাবে সুন্দরী আর্ট লাস্যময়ী রাখতে হয় তা ভালোই জানেন এই হট সুন্দরী ডিভা। নিজের ইনস্টাগ্রামে বেশ সক্রিয় অভিনেত্রী। ন্যূন বছর শুরু করার আগেই এই অভিনেত্রী অর্জুন কাপুরের সঙ্গে গোয়াতে বোন অম্রিত আরোড়ার ফার্ম হাউসে উড়ে গিয়েছেন। সেখান থেকে নতুন বছর যাত্রা শুরু করবেন। এখন থেকে একের পর এক স্টাইলিশ ছবি শেয়ার করেছেন। মঙ্গলবার, তিনি একটি সুইমসুট পড়ে পুলের সামনে পোজ দিচ্ছেন তো কখনো কচি কলা পাতা রঙের ক্রপ টপ আর শর্টস পড়ে ইন্সটাগ্রামে উষ্ণতা ছড়াচ্ছেন।একাধিক হট ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়ার পেজে এবং নিমেষে তা ভাইরাল হয়ে যায়।

Back to top button