বিনোদন

আপনি সিঁদুর পরে হিন্দু সেজে হিন্দুদেরই বোকা বানিয়েছেন, প্রকাশ্যে নুসরতকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

টলিপাড়ায় জোর জল্পনা চলছে নুসরতের মা হওয়া ঘটনা নিয়ে। বর্তমানে একটি হট নিউজ হল নুসরত-নিখিল -যশ। তার সাথেই আবার নানারকম কটাক্ষ শুনতে হচ্ছে তাকে কারণ হিন্দুদের বোকা বানিয়ে ভোট নেওয়া হয়েছে, হাতে শাখা পলা, সিঁথিতে চওড়া সিঁদুর পড়ার পরেও বলছেন তিনি অবিবাহিত। বিয়ে করার পরেও বলছে যে নিখিলের সাথে তার বিয়ে না সেটা ছিল সহবাস।

বিয়ের পর বেশ সুখেই ঘর করছিলেন নিখিল-নুসরাত। তবে কয়েকমাস ধরে যেন সেই আগের মতো সম্পর্ক নেই নিখিল-নুসরতের। এমনটা হবে কেউ ভাবতেই পারেনি। নিখিল-নুসরতের মাঝে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ঢুকে পড়েছেন বলে অনুমান করছেন ভক্তরা। নুসরতের রাজস্থান ট্রিপের পরই নিখিল ও তাঁর সম্পর্কে চিড় ধরা নিয়ে জল্পনা তুঙ্গে।

তবে এই নিয়ে যশ-নুসরত-নিখিল এখনো মুখ খোলেননি ।এর মাঝেই খবর মা হতে চলেছেন নুসরত জাহান। এই খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছেন, তিনি নুসরতের সন্তানের বাবা নন।নিজেই বিবৃতি জারি করলেন নুসরত। সেখানেই সাফ জানিয়ে দিলেন, তিনি নিখিলের সঙ্গে সহবাস করেছেন।এটা বিয়ে ছিল না। কারণ বিয়ে সামাজিক ও আইনি দুই মতেই হওয়া প্রয়োজন। নিখিল আর নুসরতের আইনি বিয়ে হয়নি।তবে তারা দুজনেই একসঙ্গে ছিলেন বলে জানিয়েছেন নুসরাত জাহান। এমনকি নুসরাত জানান, বিয়ে যখন হয়নি, তখন বিচ্ছেদের প্রশ্নই ওঠে না এই সম্পর্কে।

এদিকে সাংসদ অভিনেত্রীর মা হওয়ার খবরে উত্তাল হয়ে ওঠে টলিপাড়া। সেই কারণেই নানান মন্তব্যের মুখে পড়তে হচ্ছে তাকে। উল্লেখ্য, এদিন বসিরহাটে সাংবাদ মাধ্যমকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,”বসিরহাটের লোকেরা তাঁকে সাংসদ করেছেন। আপনারাই ঠিক করুন, উনি বিয়ে করেছেন কিনা কাকে করেছেন, কবে করেছেন! ছেলের মা হতে যাচ্ছেন সেনিয়েও প্রশ্ন আছে। ভেবে দেখুন যাঁকে আড়াই লাখের ভোটে জিতিয়েছেন, তিনি কে বা তাঁর কী পরিচয়? বিয়ে না করে সিঁদুর লাগিয়ে হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিলেন। খুবই লজ্জার বিষয়। আমার মনে হয় নির্বাচনের জন্য বিয়ে করেছিলেন। নির্বাচন হয়ে গিয়েছে সত্য কথা বেরিয়ে এসেছে।” টলিপাড়ায় জল্পনা তুঙ্গে।

Back to top button