বিকিনি পরেই বালির মধ্যে যোগাসন জনপ্রিয় অভিনেত্রীর, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বহুদিন ধরেই বলিউডের ক্যামেরা থেকে নিজেকে দূরে রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী আশকা গোরাডিয়া (Aashka Goradia)। অভিনয় থেকে দূরে থাকলেও তিনি ইনস্টাগ্রামে রয়েছেন বেশ সক্রিয়। তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন তার যোগাসনের কিছু ছবি। এরমধ্যে রয়েছে তার ‘কাপল যোগা’-র ছবি। গায়ের সমুদ্রে বিকিনি পরে যোগাসন কড়া ছবি গুলি তার ভাইরাল হয়েছে।
অস্কার আসন কড়া শারীরিক সৌন্দর্য্য নজর কেড়েছে নেটিজেনদের। অভিনয় থেকে এখন দূরে থাকলেও আশিক নিজেকে শরীরচর্চার মাধ্যমে রেখেছেন ফিট। তিনি প্রায় গোয়াতে যান যোগ সেশন করার জন্য। যোগ বিভিন্ন রকম কঠিন কঠিন যোগাসন করেন খুব সহজেই অস্কার বিভিন্ন যোগাসনের ভিডিও ফলও করে থাকেন তার অনুরাগীরা।
View this post on Instagram
আস্ক অভিনয় জীবনে জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘কুসুম’-এ ‘কুসুম’-এর মেয়ে ‘কুমুদ’-এর চরিত্রে অভিনয় করে পান ব্যাপক জনপ্রিয়তা। এরপর তিনি একে একে অভিনয় করেন ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’, ‘মহারাণা প্রতাপ’, ‘লাগি তুঝসে লগন’, ‘নাগিন’ প্রভৃতি সিরিয়ালে। এছাড়া তিনি অঙ্গস গ্রহণ করেছিলেন ‘ফিয়ার ফ্যাক্টর- খতরোঁ কে খিলাড়ি’-তে
২০১২ তে সম্প্রচারিত হওয়া ‘বিগ বস- 6’-এ তিনি প্রতিযোগী হিসেবেও নজর কেড়েছিলেন। অভিনয়ের পাশাপাশি অস্কার পছন্দের আর একটি বিষয় হলো তিনি খুব ভালো রান্না করতে পারেন। ‘কিচেন চ্যাম্পিয়ন-5’-এ অংশগ্রহণকরে প্রশংসিত হয়েছিলেন আশকা।যোগাসন ও রান্না করা কাহারও আস্ক একটি আইসক্রিম পার্লারের মালকিন তিনি ২০১৭ সালে বিয়ে করেন আমেরিকান শিল্পপতি ব্রেন্ট গোবলে (Brent Goble)-কে
View this post on Instagram