বিনোদননিউজ

বিশ্বের কাছে মানবিকতার দৃষ্টান্তের পরিচয় দিয়ে, পুরস্কৃত হলেন ‘Real Hero’ সোনু সুদ

করোনার কারণে দেশ জুড়ে তখন চলছিল লকডাউন। আর সেই সময় কাজ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিলো পরিযায়ী শ্রমিকরা। আর তাদের এই দুর্দিনে সবার আগে পাশে এসে দাঁড়ায় বলিউড অভিনেতা সোনু সুদ। আর সোনু সুদের পরিচয় যে শুধু একজন অভিনেতা তা নয় তিনি এখন বিশ্বের কাছে পরিচিত এক মানবিক মানুষ রূপে।

লকডাউন শেষে দেশের পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও নিজের মানবিক কাজ গুলোকে থামিয়ে দেননি। আর শুধু যে পরিযায়ী শ্রমিক তা নয় তার কানে যেকোনো ভাবে যখনি কারো দুর্দশার খবর পৌঁছে গেছে তখনি তিনি বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

আর এই মানবিকতার এই মহান কাজের জন্য এবার পুরুস্কৃত করা হলো সোনু সুদকে। তিনি বলিউড অভিনেতা হয়ে যা করে দেখিয়েছেন তা দেখতে পারেনি কেউই। তিনি হলেন এখন বাস্তব জীবনের নায়ক।

বলিউডের এই সুপারস্টার অভিনেতা কে করোনা মহামারীর প্রাক্কালে ভয়াবহ সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘এসডিজি স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ দেওয়া হলো তাকে। আর তাকে এই পুরস্কারটি দিয়েছে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে।

Back to top button