Women’s Day 2020: ছবি পোস্ট করে যা বললেন নায়িকা সারা আলী খান
বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান যেমন প্রচুর ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।ঠিক সেই ভাবেই সাইফকন্যা সারা আলী খানও বলিউডে অভিষেকের পর একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠেছেন।তবে শুধু বলিউডেই নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় সারা আলী খান।
প্রায়ই নায়িকা সারা আলী খান নিজের জীবনের খবর, বোল্ড ছবি, ভিডিও শেয়ার করে ভক্তদের নজর কাড়েন।এমনকি সারাকে নানা কারণে বিতর্কের মুখেও পড়তে হয়।তবে এবার সম্প্রতি বিশ্ব নারী দিবসে ছবি পোস্ট করতে ভুলে যাননি।নানা ধরণের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।এমনকি ক্যাপশনে লিখেছেন, ‘এবার বিশ্ব নারী দিবসে নিজেকে ভালোবাসুন ও আনন্দে মেতে উঠুন।’
প্রসঙ্গত, কিছুদিন আগে সারা আলী খান তার ভাই ইব্রাহিমের সঙ্গে একটি বিকিনি পড়া ছবি পোস্ট করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন।তবে যদিও জানা যায়, সেই ছবি পোস্ট করার জন্য নাকি সারার একটি কারণ ছিল।সেইদিন নাকি ভাই ইব্রাহিম খানের জন্মদিন ছিল।ভাই ইব্রাহিমের থেকে দূরে থাকায় নাকি তাকে খুব মিস করছিলেন সারা।আর সেই কারণেই সারা ওই ছবি পোস্ট করেন।আর এই নিয়ে নেটিজেনরাও নানারকম কটাক্ষ করেন।যদিও সেই কিছু নিয়ে মাথা ঘামাননি নায়িকা সারা।